ক্যানভাস

শুভেন্দু ধাড়া

August 4, 2013
Comments: 10

শোনো, সেই হাতটার
গল্পটা আজও বলা হয়নি ।

হ্যাঁ, সেই হাত, যার পেশিতে
আনকোরা শিল্পী রচেছে কেবল শিকড়,পাঁচ আঙ্গুলে
বিদ্রোহী বিক্ষুব্ধ আবেগ । আগ্রাসী লতা গুল্ফ
নির্ভুল লক্ষ্যে জড়িয়ে ধরেছে তার চৌহদ্দি ।

আমি যে তোমায় প্রতিবেশী মনে করি
আমি কি তোমায় বাড়তে দিতে পারি?
বল’ তুমি-ই বল’ ।

জানি আমি জানি,
এভাবেই  কেটে গেল কত সূর্য কত বৈশাখ
বিশ থেকে চব্বিশ, চব্বিশ ফেলে আটাশ ।

তবুও নাছোড়বান্দা সে হাত
আলোছায়ার ক্যানভাসে টিক টিক শব্দের ভরসায়
আবার মুষ্টিবদ্ধ হচ্ছে তার নীলাভ উড়ানে।

 

 

Discussion open [See More]


 

Subscribe to our Newsletter