Artificially Intelligent (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট)
আজ আমি দেখতে শিখেছি।
AI দিয়ে।
– ohh sorry,
Artificial Inteligency দিয়ে।
যে ভাবে তোমাকে দেখা যেত না কোনো দিন –
dating aap এ star rating এর মতো।
আজ তোমাকে চিনতে শিখেছি।
তুমি কি খেতে ভালোবাসো,
কোথায় যেতে ভালোবাসো,
অথবা চুরি করে কবে কোথায় সিনেমা দেখেছো –
সব জানি আমি।
তোমার ভুঁড়ি তুমি লুকাতে পারো,
কিন্তু – blood sugar নয়।
তোমার চোখের তলায় রাত জাগা অভিসার –
তুমি লুকাতে পারো –
কিন্তু BP নয়।
আমি চলে যাওয়ার পর –
চোখের জলও হয়তো লুকিয়ে ফেলতে পারো –
কিন্তু credit card এর bill নয়।
আমারটা তো কবেই মরে গেছে,
শালুকবনে অথবা পাতায় পাতায়।
মৃত বুদ্ধিমত্তা অবলীলায় দিয়েছি বিসর্জন।
তাই এতো পলি জমে গঙ্গায়।
কে আর কবে অনর্থক পরিশ্রম করে?
যদি তোমারটায় বাঁচা যায় এই যাত্রায়!
তুমিও ধার করে নিও –
অন্য কোনো খাল বিল অথবা Channel থেকে।
তুমি তো বলেই খালাস।
বোকা বলেই না এতো বছর টিকে গেলে!
চালাক কি বললেই হওয়া যায়?
প্রয়োজনটাই বা কি?
বেশতো কেমন ফি বছর উৎসব চলে।
ফাঁপা কলসি থেকে ব্যারিটোন আওয়াজ।
বেশ কেমন বোদ্ধা বোদ্ধা ভাব।
ভালোই তো জমে নাটকটা!
তবে আবার জ্বালাও কেন?
কিছু উত্তর কথা যদি সমুদ্র পেরোতে পারে
তবে তো আমিও –
intelligent হবো,
Artificially Intelligent.
Recent Comments