পিঁপড়ের রাজত্ব
সন্তোষ রায়
পিঁপড়ে বলে বাঁচতে হলে
করতে হবে জোট।
কে বা কারা বনের রাজা
ডেকে করো ভোট।
যে বা ভোটে জয়ী হবে
সেইতো বনের রাজা।
অন্যায় পেলে বাঘ হলেও
ধরে দেবো সাজা।
গায়ের জোরে পাহাড়
ভাঙবে এই কখনো হয়?
পেয়েছি মোরা গণতন্ত্র
কীসের করবো ভয়।
বাঘ বলে একি জ্বালা
এবার কোথায় যায়।
পিঁপড়ে দের অত্যাচারে
বনে থাকার উপায় নাই।
আয়-তো যত পশু পাখি
হিংস্র জীব জন্তু।
বনে যত পিঁপড়ে আছে
একে একে গুন তো।
সিংহ বলে মূর্খের মতো
একি বলে বাঘে?
হাতি বলে ঘন জালে
বন টি ঘিরো আগে
ব্যাঙ বলে ভয় নাই
ঢুকে আছি খালে।
গাধা বলে একি কথা
পিঁপড়ে যদি ওঠে ডালে?
টিকটিকি কয় ভয় নাই
ধরে ধরে খাবো।
বলে গিরগিটি কয়টা খাবে
একটুখানি ভাবো।
হনুমান বলে মারবে যদি
আগুন লাগাও বনে
শৃগাল বলে আগুন দিলে
মরবে যে এক-সনে
চিতে কয় মারতে গেলে মরতে হয়
এইতো হলো জ্বালা।
হরিণ বলে এ বন ফেলে
দৌড়িয়ে পালা।