হারভেস্টর্
রঞ্জিতা প্রামানিক
December 11, 2020
Comments: 1
দিন বুঝি শেষ হলো তবে!
পাকাধান-গন্ধ টেনে নেবো বুকে
নবান্নের আগে………
ভেবেছিলাম এ অভ্যাস আবহমান
কাস্তে…… লাঙল……জল আর
ফসলের গান ……
এক ফসল উঠে গেলে,
জমির লাগে নতুন রূপটান…
গর্ভে আবার পরের সন্তান…
নিকোনো উঠোনে আল্পনা
পৌষ লক্ষ্মীর পা আঁকা আঙিনা …
এখন ধান কাটা শেষে
বাতাসে পোড়া গন্ধ ভাসে!!
মাঠে মাঠে জ্বলে মৃত ধানগাছের শব !
হা ঈশ্বর!!! এও সম্ভব!!
কবির নাম না থাকলেও বুঝতে পারতাম, বাংলা ভাষার নিকোনো উঠোনে লক্ষ্মীপায়ের আলপনা এঁকেছেন চিন্ময়ী বাংলা মায়ের আবহমান পার্থিব সত্তা। বাহুল্যহীন ভাষার অঙ্গে তাঁরই স্নেহসিক্ত ছোঁয়া। সন্তান ধারনের অপার্থিব যন্ত্রনা শরীরে, মননে, চিন্তনে নিরন্তর উপভোগ করলে তবেই এমন সহজিয়া ভাষা বাধাহীন ভাবে বয়ে এসে কবিতার রূপ নেয়। যন্ত্র শুধু ফসল কেটেই ক্ষান্ত হয়নি, সে যে দেখি আজ আপন সন্তানকেও কেড়ে নিয়ে যায় বিস্মৃতলোকে! এ ব্যথা তো মায়ের বুকে বাজবেই।