বৃষ্টির গান
সুদীপ্ত মাইতি
ভবঘুরে মনকেমনের মেঘগুলো,
আজ বিকেলে কখন যেন
বহুদূর অতীতে ফেলে আসা
খোয়াব গাঁ- এ-র আকাশ ছুঁয়ে,
অন্তহীন ঝরে পড়ল –
স্মৃতির পাহাড় জুড়ে।
বারিধারাপাতে আবছা হয়ে এল
উদাসী মাঠের বিধূর দিগঞ্চল।
তার মানসপটে ফুটে উঠল
এক ঊজ্জ্বল সাদা – কালো ছবি।
সেদিনও এমনই বর্ষাঘন বিকেল,
মনের খেয়ালে পথ হারিয়ে
মেঘের হাত ধরা।
পাখিরা কবেই ফিরেছে কুলায়
বাতাসের পথ চিনে চিনে।
মুখর বর্ষন মাঝে গাছের দল
মৌনী – শান্ত, সুনিবিড়।
মেদুর বনপথে বৃষ্টি পায়ে পায়ে
হেঁটেছিলাম – তোর পাশে পাশে।
মেঘ ভেজা মালহারে
বিভোর হয়েছিল
আমার একুশ বছরের আকাশ।
তারপর…
কত শ্রাবণ কেঁদে ফিরেছে
রিক্তদিনের প্রান্তে।
আকুল ঝরনার ডাক
শূন্য হয়েছে নির্জন বালুপথে।
তবুও আসেনি বুঝি — উত্তর মেঘ।
বহু বৃষ্টি হীন শুষ্ক দিনের
পথ পার হয়ে,
আজ সহসা বিদায় বেলায় শুনি –
ফিরে এসেছে বুঝি,
আমার সাধের মেঘমালা।
টুপ্ টুপ্ টুপ্
ডানা হতে তার ঝরে,
মা মা পা ধা নি, ধা নি…
ভিজে ওঠে সেদিনের গানখানি।
ভাইয়া বৃষ্টির দিনে এতো সুন্দর গল্প ভালই লাগলো ।