সবুজ প্রেমের বাস্প –
বৃষ্টির মতো – তোমার গায়ের রং –
স্বপ্নের মতো – নীল –
পেলব পাখনা।
অরন্ধন শেষ হলে পর – ঠান্ডা কিছু মহুল গন্ধের মতো –
সুর আসে -।
উজান শেষে – কাছিতে পড়ে সে টান –
কর্কশ শব্দে – ভাটির আর্তনাদ।
শেষ কিছু স্ফুলিঙ্গ আর্তনাদ করে ওঠে
এবার ফিরতে হবে – বোঝে মন –
সূর্য গোটায় রং।
গল্প লেখা বিকেলগুলো সব –
নেমে যায় – সন্ধ্যায় – কবিতায় !
গায়ে আমার বৃষ্টি ভেজা গন্ধ মাখা –
চোখে আমার কান্না চাপা বলি রেখা –
কে বলে যে – শুধুই আমি কাঁদতে জানি –
অঝোর ধারা বৃষ্টি মাঝে –
এই দেখো না –
কেমন আমি হাসতে জানি -!
কেমন আমার দুঃখ সুখের অঙ্ক গুলো
বৃষ্টি আবার নতুন করে নিকিয়ে নিলো
আমার সকল চাওয়া পাওয়ায় নৌকা গড়া –
পাল তুলে দি –
বান এসেছে – পালা তোরা -!
গৌরচন্দ্রিকায় বড় কাল ব্যয় হয় ।
রাত একটু নিশুতি হলে
কত অনিয়ন্ত্রিত শব্দ আসে – স্বপ্নের মতো
ধাতব যান্ত্রিক – গলিত সুখ বোধ অথবা অস্ফুট গোঙানি –
অভুক্ত শ্বাপদের ম্রিয়মান শীৎকার –
নিস্তব্ধ অন্ধকার – দীর্ঘ নিঃশ্বাসে – বুক ভারী হয়ে আসে।
কালপেঁচা উড়ে যাওয়া – এই সব রাতে – দ্রবীভূত কিছু
মাতালের মতো ঘুম ঘুম স্বপ্নের জট।
পাতায় পাতায় লেখনীর প্রস্তুতি – কাল ভোর হওয়ার আগে
নিয়তির চাপা আক্রোশের মতো – লালায়িত জিহ্বার
নিদারুন উচ্ছাস।
অনেকটা কাছে গেলে – সেই ধ্রুবতারা – কালপুরুষ ছেড়ে
অনেকটা কাছে গেলে –
এরকমই অনেকটা – ফেনিল রক্তিম কিছু আঁচড়ের শব্দ
ভিড় করে – অনন্ত আকাশ জুড়ে।
সেই নিষিদ্ধ শব্দের রঙে – কিছু পুবের হাওয়া –
দুহাতে – আঁচলে – শরীর ঢাকে ব্যস্ত শব্দেরা সব।
রাত ভোর হলে- কুয়াশায় – হাওয়ায় হাওয়ায় –
কাঁচা মাটির ভিজে যাওয়া নরম মনের মতো –
অথবা – এলো চুলে আগাছার অতৃপ্ত জঙ্গল –
মোমের মতো খুঁটে খাওয়া জমাট জোৎস্না।
এসব ফেলে আর ঘুম আসে না –
ঘুম আসে না বড়।
বছরে বছরে কখন যে চালসের দিন এলো বুঝলাম না।
ধোঁয়ায় – কুয়াশায় বড় সতর্ক মনে হয় –
এই অবিরাম শ্বাসকষ্ট ছেড়ে পূর্ণ মুক্তি –
হয়তো কোনোদিন পূর্ণিমার ঘ্রান –
আকাশে বাতাসে মেঘেদের নিরন্তর মন্ত্রণা –
দিকচক্রবাল জুড়ে একরত্তি বৈতরণী
অথবা – অন্ধকার – পিদিমের মিটিমিটি চাহনি।
তবুও অগ্রাহ্য করি – একঘেয়ে টিক টিক –
যদি কখনও বা উল্টো গোনার সাহস সঞ্চয় করি হঠাৎ –
– আবার শুনবো একমনে –
টিক টিক টিক……..।
Announcements
আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
Recent Comments