Tag: Abritti
অপরাধবোধ (বিকাশ দাস)
তুমি বলো
শরীর বয়সের বশে থাকলে
অপরাধ ।
অশুচির গন্ধ গায়ে মাখলে
অপরাধ ।
মাথার উপর ভগবান পায়ের নীচে শয়তান
মুখের আদল বদলে খুঁজতে হবে অবসান ।
তুমি বলো
ফিরে যাও ঘরে দুহাতে রেখো ধরে
দুঃখের দিন সুখের দিন ঘরের কোটর
খোলামেলা চাতাল ।
সূর্যের ভোর আকাশের রোদের চাদর
ফুলতোলা সকাল ।
তুমি বলো
দেনার ভার দুহাতে থাকলে
অপরাধ ।
কর্তব্য দায়সারা রাখলে
অপরাধ ।
তুমি বলো
ফিরে যাও ঘরে দুহাতে রেখো ধরে
বারোমাস তেরো পার্বণ আদর আপ্যায়ন
সম্প্রীতির দরবার ।
দুই প্রান্তের ঘর উঠোন পৃথিবীর নিকেতন
একান্নবর্তী সংসার ।
NOTE:
======
Please visit our Facebook page at https://www.facebook.com/amarbanglakobitadotcom/. Make comment, share and like. We feel glad to hear from you.
Please comment in our site also, available bellow of each post/page.
Thank you for being with us.
নিষিদ্ধ শব্দে
গৌরচন্দ্রিকায় বড় কাল ব্যয় হয় ।
রাত একটু নিশুতি হলে
কত অনিয়ন্ত্রিত শব্দ আসে – স্বপ্নের মতো
ধাতব যান্ত্রিক – গলিত সুখ বোধ অথবা অস্ফুট গোঙানি –
অভুক্ত শ্বাপদের ম্রিয়মান শীৎকার –
নিস্তব্ধ অন্ধকার – দীর্ঘ নিঃশ্বাসে – বুক ভারী হয়ে আসে।
কালপেঁচা উড়ে যাওয়া – এই সব রাতে – দ্রবীভূত কিছু
মাতালের মতো ঘুম ঘুম স্বপ্নের জট।
পাতায় পাতায় লেখনীর প্রস্তুতি – কাল ভোর হওয়ার আগে
নিয়তির চাপা আক্রোশের মতো – লালায়িত জিহ্বার
নিদারুন উচ্ছাস।
অনেকটা কাছে গেলে – সেই ধ্রুবতারা – কালপুরুষ ছেড়ে
অনেকটা কাছে গেলে –
এরকমই অনেকটা – ফেনিল রক্তিম কিছু আঁচড়ের শব্দ
ভিড় করে – অনন্ত আকাশ জুড়ে।
সেই নিষিদ্ধ শব্দের রঙে – কিছু পুবের হাওয়া –
দুহাতে – আঁচলে – শরীর ঢাকে ব্যস্ত শব্দেরা সব।
রাত ভোর হলে- কুয়াশায় – হাওয়ায় হাওয়ায় –
কাঁচা মাটির ভিজে যাওয়া নরম মনের মতো –
অথবা – এলো চুলে আগাছার অতৃপ্ত জঙ্গল –
মোমের মতো খুঁটে খাওয়া জমাট জোৎস্না।
এসব ফেলে আর ঘুম আসে না –
ঘুম আসে না বড়।
চালসের দিন
বছরে বছরে কখন যে চালসের দিন এলো বুঝলাম না।
ধোঁয়ায় – কুয়াশায় বড় সতর্ক মনে হয় –
এই অবিরাম শ্বাসকষ্ট ছেড়ে পূর্ণ মুক্তি –
হয়তো কোনোদিন পূর্ণিমার ঘ্রান –
আকাশে বাতাসে মেঘেদের নিরন্তর মন্ত্রণা –
দিকচক্রবাল জুড়ে একরত্তি বৈতরণী
অথবা – অন্ধকার – পিদিমের মিটিমিটি চাহনি।
তবুও অগ্রাহ্য করি – একঘেয়ে টিক টিক –
যদি কখনও বা উল্টো গোনার সাহস সঞ্চয় করি হঠাৎ –
– আবার শুনবো একমনে –
টিক টিক টিক……..।
শেষ অধ্যায়
আজ প্রদীপের বড্ড মন ভার
এলোমেলো চাউনি – থরথর করে কাঁপছে।
চোখের তলায় কালি জমেছে
গাল ফুলিয়ে – চোখ রাঙিয়ে – বসে আছে সে।
রোজ সন্ধ্যায় – খুকি যে গল্পটা পড়ে –
আজ ছিল তার শেষ অধ্যায়।
গল্প – তা – সে
মোটামুটি – একই রকম –
কিন্তু – এই সন্ধ্যা থেকে রাত হওয়ার বয়ঃসন্ধি কালে –
সেই গল্প – মনে হতো – ঠাকুমার কোলে কোনো আরব্য রজনী।
দু হাতে যতটা সম্ভব অন্ধকার ঠেলে রেখে –
মন দিয়ে শুনতো সেই গল্প- প্রদীপ।
তারপর –
বয়ঃসন্ধি – পেরিয়ে –
রাত গভীর হলে – নিভে যেত সব –
শুধু তেল পোড়া – মিষ্টি ধোঁয়ার গন্ধে ডানা মেলে উড়ে যেত সে –
সেই – অচিনপুরে – সেই রাজকুমারী –
সেই ঘুমপাড়ানি সোনার কাঠি – রুপোর কাঠি –
ঘোড়ায় চড়া রাজকুমার –
তারপর –
– ঘুম নেমে আসত – পৃথিবী জুড়ে -।
আজ সেই গল্প শেষ হয়েছে –
আজই ছিল শেষ অধ্যায় -।
Recent Comments