সুখের মতো এক বোধ

অমিতাভ বাগ

June 30, 2013
Comments: 1

সুখের মতো এক বোধ কাজ করে
            তাই ভুলে যাই –
            আমি নই আমি নই
আমার আমিত্ব কাজ করে
সুখের মতো এক ঘুম ঘোরে |

এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন বটবৃক্ষ –
অজস্র মায়ার মতো – আমিত্ব-হীন |
যদি – ব্রহ্মাণ্ডে কোথাও – কখনো –
এক অভিকর্ষ-হীন –
             বলহীন – আকৃতিহীন – আমিত্বহীন
             শুধু এক অস্তিত্ব – শুধু শক্তি –
আমি জানি – আমিই সেই ||
তবু সুখের মতো এক আমিত্ব গড়ে তোলে |

আমিই সেই বৃদ্ধ –
জরা -মৃত্যু – ভয় – অতি দীন বিদীর্ণ চিত্ত –
আমিই সেই নারী –
জন্ম – মৃত্যু – সৃষ্টি – ধ্বংস
সেই ঈশ্বরী |

আমিই সেই হ্যামিল্টনের মায়া
         আমিই সেই আদুরে সোহাগী হাওয়া |
আমিই সেই ভক্তি –
আমি জানি – আমিই সেই
আমিত্বহীন শক্তি ||

তবু কেন – কেন এক
সুখের মতো বোধ কাজ করে ??

 


 

Subscribe to our Newsletter