যদি একটু দাঁড়াও
শুভেন্দু ধাড়া
June 23, 2013
Comments: 3
এক মুহুর্ত যদি থামো ,বলতাম ভালোবাসো
এক মুহুর্ত যদি দাঁড়াও ,হাত দুটি বাড়িয়ে দিতাম
যে পুড়ছে অবিরত যতুগৃহে,
কাঙ্গাল সে কাঙ্গাল ইন্দ্রধে
“ফুল সে তো গন্ধ ছড়িয়েই খালাস !
পাগল ভ্রমর আজ মাতাল, দেবদাস ।”
মধু আলিঙ্গনে দুই বাহু যদি বন্দি বানাতে চায়
অনন্ত জলরাশি ভাসিয়ে নিয়ে যায় !
পালকের পরশ লাগে, কাশ ফুলে শিহরন । বসন্ত !
তুমি কবে আসবে ? না কি এসেই পড়েছ !
বুছতে পারছিনা, দেখতে পাচ্ছি না ,
চোখ হতে নীল তারা দুটি তুলে নিয়েছো সেই কবেই,
দেবী , যদি একটু দাঁড়াও ,
না হয় পুজার ছলেই কলিজাটুকুও অরপন করি তোমায়,
শুভেন্দু, আপনার লেখাগুলো খুব ভালো হয়েছে । ভবিষ্যতে আরো লেখা পাঠাবেন আশা করি ।
sir,
nodi kobitatar ”duto line” nei, jodi ektu dekhen………
ami Mail korechi…… dekhun ektu…..
Can you check please?