যদি একটু দাঁড়াও (শুভেন্দু ধাড়া)
এক মুহুর্ত যদি থামো ,বলতাম ভালোবাসো
এক মুহুর্ত যদি দাঁড়াও ,হাত দুটি বাড়িয়ে দিতাম
যে পুড়ছে অবিরত যতুগৃহে,
কাঙ্গাল সে কাঙ্গাল ইন্দ্রধে
“ফুল সে তো গন্ধ ছড়িয়েই খালাস !
পাগল ভ্রমর আজ মাতাল, দেবদাস ।”
মধু আলিঙ্গনে দুই বাহু যদি বন্দি বানাতে চায়
অনন্ত জলরাশি ভাসিয়ে নিয়ে যায় !
পালকের পরশ লাগে, কাশ ফুলে শিহরন । বসন্ত !
তুমি কবে আসবে ? না কি এসেই পড়েছ !
বুছতে পারছিনা, দেখতে পাচ্ছি না ,
চোখ হতে নীল তারা দুটি তুলে নিয়েছো সেই কবেই,
দেবী , যদি একটু দাঁড়াও ,
না হয় পুজার ছলেই কলিজাটুকুও অরপন করি তোমায়,
Recent Comments