তর্কটা ভালো
অমিতাভ বাগ
January 30, 2019
Comments: 2
তর্কটা ভালো – এবং চলতে থাকুক।।
একলা – বড্ড ভয় লাগে – নিঃসঙ্গ লাগে –
বরং – তর্কটা ভালো – চলতে থাকুক।
একটা তবু সঙ্গী হবে –
বেশ একটু – ওম ঢেলে দেবে মোড়কে মোড়কে -।।
অচল তো ছোট থেকে বড়,
কয়েন থেকে টাকা ।
অচল তো বৃদ্ধরা – কবেই –
অচল তো প্রাচীনপন্থী আমরা সবাই ।
এই যে এতো বড় বাজার –
সবই কি বিক্রি হয় ?
কিছুই কি পড়ে থাকে না? অবশিষ্ট ? উদ্বৃত্ত?
এখন তো রেস্টুরেন্টে মাংসও অচল –
তার চেয়ে বরং –
তর্কটা চলতে থাক ।
বেশ একটু নাটুকে তাপ
– আরও উত্তপ্ত করে তোলো –
গ্লোবাল ওয়ার্মিং।
সমীহ করার মতো বারিটোন ভয়েস –
বেশ – তর্কটা চলতে থাকুক।
এটাকেও জিডিপি তে নেবে !?
না – না –
তর্কটা ভালো ।। এবং চলতে থাকুক।।
Good
Dear Sudipta,
Thank you and keep surfing.
Regards,
Admin
(www.amarbanglakobita.com)