তার চেয়ে বরং…………….
Admin
August 16, 2013
Comments: 3
তার চেয়ে বরং কোনো কবিতা শোন –
সারাদিন পাড় ভাঙ্গা,
তুরতুরি নদীটির ফেনিল জিহ্বার মতো
এক ঝাঁক বলাকার –
নিরিবিলি আনাগোনা ৷৷
অথবা মিশরীয় সভ্যতায়
মৃত শবরীর ন্যায় –
নিরন্তর ভয় ধরা মমির স্তুপের মতো,
এক ঝাঁক কাব্যিক হৃদয় ৷৷
তার চেয়ে বরং একটু ঘুরে আসি,
নিল ডানার পরীর দেশে –
লাল পিয়ালী সবুজ হাসি ৷৷
তার চেয়ে বরং অনেক দিনের আলিস্যি ভেজা –
একরাশ হাই তুলি ৷৷
If this Bengali Poetry(Bangla Kobita) not came properly……
Want to subscribe?
Discussion board is open. Join at….
Ohh… Sorry I have to say this is a repeat post. Not in this site but from other site. Amitava requested to say this specifically…
Thanks for keep in mind… 😎
হাঁ, বড় কথার কচকচানির থেকে একটু ঘুম দেওয়া যাক । 😉