স্ব-মৈথুন
অমিতাভ বাগ
October 14, 2014
Comments: 0
[এই কবিতাটি লেখার আগে আমি আমার আজকের একটা অনুভূতি share করতে চাই।
আজ বিকালে প্রচন্ড কালবৈশাখী মেঘে অনেক প্রতিচ্ছবি দেখেছি । হ্যাঁ, তোমাকেও দেখেছি সেখানে। অনেক অনাবশ্যক রুপকের অন্তরালে যেমন আমি হারিয়ে যাই, তেমনি আমিও অনেক সৃষ্টির মাঝে তোমার সত্বা রেখে গেলাম আগামীর কোলে। শুধু এক তোমাকেই নয়……. অনেক আমার মাঝে। ]
খুব দুরের কোনো আমিকে নয়
খুব কাছের কোনো আমাকেই করে ভয় ।
খুব সাদামাঠা তোমাকে নয়
এক রুপসী – তোমাকেই করে ভয় ।
কালবোশেখীর প্রচন্ড হাওয়া
মেঘ বাদলের মেদুর মৈথুনে
তোমায় …….
আমি বৃষ্টি বলেই ডাকব ।।
সেই সদ্যোজাত বৃষ্টি জন্মায় ।।
এক আমাকে নয় –
মাঝে মাঝে তোমাকেও করে ভয় ।
এক বাদলের নয়
মাত্র এক শ্রাবনের নয়
এক প্লেটনিক প্রেমের সমুদ্র –
সেই বৃষ্টিরা সব জন্মায় –
শুধু এক তোমাতে নয় ।।
Or