মোমেন্টাম

অমিতাভ বাগ

August 10, 2018
Comments: 0
Momentum
kobita-momentum

স্বপ্নিল মুহূর্তগুলো রাতভেজা বৃষ্টির সুরে;
কিছু অবাক জলছবি হয়ে ঘুমিয়ে পড়ে;
রাস্তায় –
কাল তোমার পা ছুঁয়ে যে শিরশিরে অনুভূতি –
পাতা – বুক – চিবুক – ভেজা আকুতি;
আজ তাই – গলিত সোনার মতো –
হাওয়ায় সাথে অন্তরঙ্গ অনেকক্ষন;

তারপর;
ভিড় করে আসে আলোর মোমেন্টাম –

দুলে দুলে ওঠে ঢেউয়ের উচ্ছাস ;
হয়ত’ বা আকাশ জুড়ে একটা লাল শঙ্খ –
ফুৎকারে তার প্রলয় নিশ্চিত -!

তবু – হে শ্রাবন – এখনই ক্লান্তি নয় –
আরো কিছু – টিপ্ টিপ্ – টিপ্ টিপ্ – মেমেন্টো –
আরো কিছু – সিক্ত মোমেন্টাম।

Subscribe to our Newsletter