ক্যামেলিয়া

অমিতাভ বাগ

March 15, 2014
Comments: 0

শ্রাবণ – মুখ তুলে আকাশ কে বলল –
আমাদের যদি মেয়ে হয় তার নাম রাখব বৃষ্টি …..

আর যদি ছেলে হয় –
শ্রাবণ একটু ভেবে বলল ………….
               …..বাদল ।।

শ্রাবণ কানে কানে আকাশকে বলল
আজ যদি মেঘ জমে, তার নাম রাখব মিতু ।।
                      …….আর যদি ঝড় ওঠে …..
….তার নাম রাখব হৃদয় ।।

সেবার শ্রাবণ যাবার আগে আকাশের বুকে
মুখ গুঁজে অনেক কেঁদেছিল ।।

যাবার আগে বলে গেল –
মেয়ে বড় হলে তাকে আর বৃষ্টি বলে ডেকো না ।।
ওকে ডেকো ক্যামেলিয়া ব

If Bengali Not Come – Camelia

or

Camelia

Subscribe to our Newsletter