শব্দ-গ্রহণ

অমিতাভ বাগ

May 6, 2019
Comments: 0

শব্দের পরে শব্দরা সব –
শব্দ করে মরে,
বাকি আরও শব্দ শুধু
বেকার গোল করে।

বীরপুরুষের শব্দ যত
কোমর বেঁধে আসে,
আমার তোমার শব্দ শুধু
আলো ছায়ায় ভাসে?

আমার সকল শব্দ ওগো,
এবার তবে জাগো।
জাগার সময় শব্দ-গ্রহণ ?!
‘ভয়’ – ক’রো নাগো।।

ভূষণ্ডির মাঠেই যদি
যুদ্ধ শুরু হয় –
একলা কেন ভেবে মরি –
শব্দ যেন হয়?

শব্দ হেথা – শব্দ ‘হোতা’ –
শব্দ যেন হয় –
শব্দ আগে – শব্দ পিছে
শব্দ-গ্রহণ নয়।।

Subscribe to our Newsletter