মমিহৃদপিন্ডের ক্লান্তিকর চুমুক
মৌসুমী রায় ঘোষ
November 25, 2015
Comments: 1
নীলতিমি চোখ মেলে ।
সিন্দবাদের জাহাজ ।
জলফোয়ারা এঁকে দেয় স্বপ্নপাল ।
গভীর রক্তপাত বুকফাটা আকাশ ।
শিরায়-শিরায় জটপাকায় পাকদণ্ডী ।
কথার মাঝে হারিয়ে যায় কথারা ।
মনবাক ছুঁতে পারেনা কাঠিন্য ।
বরফের মাঝে মমিহৃদপিন্ড ।
ছন্দ ধুকধুকিহিম ।
গ্লাস গ্লাস চুমুক ক্লান্তিভার ।
ঈথারব্যাকুলতার পাতায় পাতায়
দুঃস্বপ্নের নাচানাচি ।
ভালো লাগল পড়ে।
Bangla kobita