কিছু কথা
অমিতাভ বাগ
December 13, 2018
Comments: 2
কিছু কথা – কখনও বলা হয় নি – ।
জানালার ধারে – মাথা এলিয়ে –
বৃষ্টি যখন আদর করে ঘুম পাড়িয়ে দিতো –
পরতে পরতে ভিজে হাওয়ার নরম ছোঁয়া –
বড় ভালোবাসতাম।
গোধূলি হাওয়ায় – রং তুলি সাজানো ক্যানভাস –
তোমার শূন্য দৃষ্টির মতো – সাজানো শস্য ,
অথবা উষ্ণ নিঃশ্বাসের ঘ্রান
আমায় মাতাল করে দিতো –
বড় ভালোবাসতাম।
কখনও বলা হয় নি –
এখনও বলা হয় নি – কিছু কথা
ভালোবাসতাম – বলা হয় নি – ।
Good to look and read some poems. Done a good job.
আমি কবিতা ভালবাসি , যদি এই সাইট -এ লিখতে চাই , কিভাবে ?
I like to post poem here.
Hello,
Thanks for keep surfing and being interested to publish poetry here. Please check contact us page or click http://www.amarbanglakobita.com/contact-us/
Keep surfing, hope we will see you and poetry soon here.
Thanks,
Admin
http://amarbanglakobita.com