গায়ে আমার বৃষ্টি ভেজা গন্ধ মাখা –
চোখে আমার কান্না চাপা বলি রেখা –
কে বলে যে – শুধুই আমি কাঁদতে জানি –
অঝোর ধারা বৃষ্টি মাঝে –
এই দেখো না –
কেমন আমি হাসতে জানি -!
কেমন আমার দুঃখ সুখের অঙ্ক গুলো
বৃষ্টি আবার নতুন করে নিকিয়ে নিলো
আমার সকল চাওয়া পাওয়ায় নৌকা গড়া –
পাল তুলে দি –
বান এসেছে – পালা তোরা -!
Hmm awesome bristi kobita
খুব সুন্দর!আরও কিছু বলতে গেলে ভয় হয়- সমালোচনা যেন না হয়।
ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকার জন্য।
আপনি আপনার মনের ভাব নির্দ্বিধায় বলতে পারেন।
আমাদের বিশ্বাস যে কোনো সমালোচনা যদি মার্জিত ভাষা এবং শালীনতা সীমার মধ্যে থেকে আমাদের গঠনমূলক কাজে প্রেরণা দেয়, আমাদের তা আনন্দের সাথেই গ্রহণ করা উচিত।
প্রতিটি মন্তব্য আমরা আগ্রহ নিয়েই পড়ে থাকি। তাই আপনার আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সাথে থাকুন, সুস্থ থাকুন, পড়তে থাকুন https://amarbanglakobita.com
পুনশ্চ : আমাদের আরও এক বন্ধু কবির বিশিষ্ট লেখা “বৃষ্টির গান” পড়ে দেখার অনুরোধ রইলো।
https://amarbanglakobita.com/bangla-kobita-bristir-gan/
প্রিয় এডমিন সার,
আপনার দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসলাম । অনেক সুন্দর ছিল ,