বারাঙ্গনা

অমিতাভ বাগ

May 9, 2015
Comments: 0

এক পয়সা দাম – আমি কমিয়ে দিলাম
এখন আরও সস্তা দরে
বিকাই আমি – সবার তরে ।।

বিকাই আমি শ্রমের প্রহর
বিকাই আমার গুনের মোহর
বিকাই আমার মান
              বিকাই আমি –
বিকাই আমার প্রাণ ।।
কিনতে যদি চাও গো তারে
“বক্সী গঞ্জে পদ্মা পারে
হাট বসেছে শুক্রবারে ।।”
              বিকাই আমি –
বিকাই আমি – সবার তরে ।।

বিকাই আমি – আমার তরে
বিকাই আমি – তোমার তরে
বিকাই মানিক – বিকাই সে ধন
বিকাই দেহ – বিকাই সে মন ।।
বিকাই আমার বুদ্ধি সকল
                জলের দরে
                ওজন করে
                বিকাই আমি –
বিকাই আমি – সবার তরে ।।

একফোঁটা মান – নিজের তরে
রাখব আমি – যতন করে
ভেবেছিলেম – আপন মনে
একটুকু আশ একটু ক্ষণে ।।

চুকিয়ে দেখি ঋণের বোঝা
একটুখানি রইলো ফাঁকা –
মানটুকু মোর – দিতে হলো 
              ফাঁকির ঘরে
              সুদের ভারে
শতেক আমার ঋণের দোরে ।।

বিকিকিনি হলও শেষে – দিন ফুরালো সন্ধ্যা এসে
হাট বাজার – আর – বন্ধ মহল –
কুড়িয়ে নিলেম – পসার সকল ।।

“গাড়ি চালায় বংশী বদন
সঙ্গে যে যায় ভাগ্নে মদন ।।”
পয়সা ঝুড়ি কাঁখে নিয়ে –
নিরুদ্দেশে যাই হারিয়ে –
মনখারাপি বিকেল সে জন
পথ হারায়ে ফুরায় সে ধন,
শূন্য আমি শূন্য সকল,
শূন্য দিয়ে ভরব আগল,
শূন্য তারে বোঝাই করে –
ফিরি আমি শূন্য ঘরে ।।

Subscribe to our Newsletter