বিষ
জ্যোতির্ময় রায়
September 6, 2018
Comments: 0
তখন সবাই ঘুম নিয়েছে চোখে।
চোখ পাহারায় নিয়ম মাফিক…
রাজপথে কবিতার লাশ বিক্রি গেছে
চশমাও পর্দা নেয় বুঝেছি।পরকীয়ায়।
কলম সৈনিক
তবুও কেমন গল্প লিখছে প্রেম।কান্না।
হারাচ্ছে কবি
চায়ের কাপে চুমু এঁকে বলে দিতে পারি
“মুখ নয় মুখোশ-মুখ সব’ই”
অভিমান জন্মান্তর মানে না …