হৃদপিণ্ডে টিউনড মেসেজ

মৌসুমী রায় ঘোষ

January 11, 2016
Comments: 0

চাঁদের আলোর রিফ্লেকশন|
জাকুজির আলপনা আঁকে|
মুখাবয়বে কারুকাজ|
দিনের পর দিন| বছর বছর|
হৃদপিণ্ডের লাব-ডাব|
ভাইব্রেশনে টিউনড মেসেজ|
সঠিক পাঠোদ্ধার হলও না আজও|
নিষ্ফল ডিপ্রেশনের চাপ
ক্রমশ- ক্রমাগত|
ব্রেন থেকে ব্রেনে|
গ্রে-মেটেরিয়াল বাড়ছে বা কমছে|
আনরিড থেকেই যাচ্ছে
ভাইব্রশনে টিউনড মেসেজ|

 


 

Subscribe to our Newsletter