সাবমেরিনে ক্যাপ্টেন নিমো
মৌসুমী রায় ঘোষ
December 12, 2015
Comments: 0
গ্যালাক্সি পারাপার রশ্মি,
হারিয়ে যায় কৃষ্ঞগুহায় ।
নিরুদ্দেশের বুকে মাথা রেখে,
মুখ নামিয়ে চিৎকারে কম্পিত
কর্ণপটহ। প্রতিধ্বনি ফিরে আসেনা।
অতল তলানিতে তলিয়ে যায়
ডুবো-জাহাজ। ক্যাপ্টেন নিমো
পাড়ি জমায়- ভেসে উঠবার প্রয়াস।
পৌছয় বুঝি আরেক জগতে।
আশা-অনাশার দ্বন্দ্বে দুলতে দুলতে
ছিঁড়ে পড়ে পঙ্কিল ফাঁদে।
কালোয় কালো বাহির- কৃষ্ঞজগত্।
অবলুপ্তির স্বচ্ছতা গিলে ফেলে বায়ুহীন বাতাস।
শব্দহীনতার ঘেরাটোপ।
লাফিয়ে লাফিয়ে চলা আর শূন্যতা।
ঘূর্ণনের কর্কশধ্বনি।
ধূলিকণার বেষ্টনীতে চাপা পড়ে যায় নীলাকাশ।