একলা পথে
অমিতাভ বাগ
October 6, 2015
Comments: 1
আমার মন পিয়াসী দুপুর
উদাস দখিন হাওয়া
তার মিথ্যে কপট হাসি –
আর একলা চলে যাওয়া।
আমার দিন শেষে গোধূলি
আর – হঠাৎ সন্ধে নামা
তার মিষ্টি মুখের হাসি –
আর হঠাৎ নিভে যাওয়া।
এবার একলা পথে আমি
আর শূন্য ঘরে ফেরা ।
ঘরগুলো হোক মিছে –
তাই আবার হারিয়ে যাওয়া।
Nice