আমরাও সব

অমিতাভ বাগ

May 3, 2015
Comments: 0

নি:সঙ্গ কিছু রূপকথা-

একা পথ একা মাঠ –

একা একা জোনাকির নাচানাচি –

নি:সঙ্গ কিছু উপকথা । ।

পরিশ্রান্ত দিনের শেষে

বিবর্ণ তোমার মুখের মতো।


হলুদ বিকেলগুলো সব – মাখামাখি জ্যোৎস্নার মতো

অন্ধকার আদর করে টেনে নেয়

রাঙা মেঘ – কেঁদে কেঁদে চলে যায় – ।।


একঘর বন্দী স্বপ্নগুলো

              জ্বলে ওঠে – নিষ্কাম প্রদীপ সব

হাওয়া ভরা বুকে – মুহুর্মুহু শঙ্খধ্বনি

              জ্বলে ওঠে

              বেজে ওঠে ।।


                 অতিদূর

ছায়াপথের মতো মনখারাপ –

                উড়ে যায় – উড়ে যায় –

যেখানে আমার তাতাই নদী –

                আঁকা বাঁকা পথ ঘুরে

                 সীমাহীন দূর সুদূরের নেশা –

ভেসে যায় – ভেসে যায় –

তেমনই অধরা ক্ষীণ – তুমি ।।


তবু তো কিছু মেঠো পথ – আজও পথ খুঁজে পায়

তবু তো কিছু বালুচর – তীর খুঁজে পায় –

তবু তো কিছু নেশা নেশা – আচ্ছন্ন মদিরা

ঠোঁট খুঁজে পায় – মন খুঁজে পায় – ।।


এভাবে চলে যাবে বলে নি তো কেউ –

এভাবে হেরে যাবে ভাবে নি তো কেউ –


কত রাত কেটে গেছে – আকাশের তারা গুনে গুনে –

কত দিন কেটে গেছে – বসন্ত গুনে গুনে

               মনে মনে

               কেটে গেছে ।।


অচেনা তারাদের ভিড়ে ভিড়ে

                খুঁজে ফিরি – তবু সেই –

চেনা-মুখ যদি পাই – সেই আগের মতো –

যদি আবার কথকতা ভরা দুটি চোখ –

                 বলে ওঠে – আরবার

পিউ তাতা ফিরে গেছে আদরে আদরে

                এসো তবে

                আঁধারে গভীরে ।

                চলে যাই আমরাও সব –

Listen this poetry


 

Subscribe to our Newsletter