মেমসাহেব

অমরনাথ বনিক

February 4, 2015
Comments: 0

দূর ঐ দূর প্রান্তে দাঁড়িয়ে তুমি 
                আমি  এ প্রান্তে
হালকা  হালকা  মিশে যাচ্ছ' দূরে
তোমার আলতার পায়ের রেখা
                         এখনো হেঁটে  চলছে
বন্ধ চোখে আমি তোমায় কাজল পড়িয়েছি
কোথায় যাচ্ছ চলে ?
                          বলে গেলে না !
ভিজিয়ে গেলে আমায়
একুশ বসন্ত কাটিয়েছ' আমার সাথে
একুশ  বার তোমার গালে হলুদ রং— ঢেলেছি নিজের ক্যানভাস করে
এরকম ভাবে সব মুছে  চলে যাচ্ছ' !
আমার অকৃতজ্ঞ  হাত এখনো তোমার- মুখ ধরে আছে 
      একটু  চেয়ে দেখ !
তোমার আচলে আমি বাঁধা 
সেই গাঁটকে এইভাবে মিথ্যে বলছ?
আমার আত্মজীবনী লেখা রইল—
ঐ শেষ গাঁটে
ছিঁড়ে চলে গেলে তুমি 
শুধু রইলো ঐ টুকরো
চোখে কাজল গায়ে বেনারসি পড়ে তুমি- এগিয়ে যাচ্ছ'
এক ফোঁটা জল ধার দিয়ে গেলে না
সবইত' নিয়ে গেলে ঐ গাঁটে
বসন্তকে কুয়াশা চড়িয়ে
দূর ঐ দূর প্রান্তে দাঁড়িয়ে তুমি
                  আমি এ প্রান্তে

Subscribe to our Newsletter