যে নক্ষত্রও সব
অমিতাভ বাগ
September 8, 2013
Comments: 3
আমার সব দুঃখ, সব স্বপ্ন মুক্ত হয় না কেন ?
আমার সব স্মৃতি সব বেদনা ঝিনুক হয় না কেন ?
আমার সব চেতনা, সব তিতিক্ষা সাগর হয় না কেন –
সব প্রেম সব মাধুরী আকাশ হয় না কেন….
আমার সব ব্যর্থতা সব হতাশা মেঘ হয় না কেন ??
সব অনুরাগ সব আকাঙ্খা বাতাস হয় না কেন ৷
আমার সমস্ত আকাশ জুড়ে যে ছোট্ট তারা
আর জোনাকির রঙ ধরা নক্ষত্রও সব
ভোরের আবির হয় না কেন ?
কখনও বা ভোরের জোয়ার
ভাসিয়ে নিয়ে যায় নি কেন – সে পদ্ম কুঁড়ির
নরম লজ্জা ….
আমার ভোরের পাখিরা সব
ঘর ভাঙা ঝড় থেমে গেলে লাল শিউলি …..
অথবা বকুল গন্ধ চুরি করে না কেন ?
যতই সমস্ত আকাশ জুড়ে
মেঘ বলাকার ছবি আঁকি না কেন
তবু আমার সব আঁচড় ঘিরে
কবিতা হয় না কেন ??
Or
দারুন, আপনের লেখনি তে বেশ ধার আছে, আমি মুগ্ধ। এইরকম আরও লেখা চাই, আমি আবৃত্তি করি, তাই একটা লিঙ্ক দিলাম।
http://somadasbosu.blogspot.in/
আপনার উৎসাহ আমাদের আগামী দিনের পাথেয় হোক। ভালো থাকুন, পড়ুন আর পড়ান http://www.amarbanglakobita.com
জেগে থেকো, ঘুমিও না আর…..
এখনও সমাজে চলছে অন্যায়, অবিচার।
আজও শোষিতদের মুখ চেপে রাখা হচ্ছে,
তাই তারা পারছে না করতে চিৎকার।
Read more :- https://bit.ly/31XCy02