নীল হেমন্ত
অমিতাভ বাগ
June 23, 2013
Comments: 3
আমাদের চোখ যদি নীবিড় হয়
আমাদের মুখ যদি ঘন হয়
আমাদের ঠোঁট যদি সিক্ত হয় –
অন্য প্রেম যদি গুঁড়ো গুঁড়ো হাওয়ায় ভেসে……
ধুলার মতো অথবা
রেণূর মতো উড়ে যায় –
উড়ে যায় –
আমাকে সিক্ত করে – আমাকে নিষিক্ত করে ॥
আমাদের মন যদি পোয়াতি হয় ॥
সাঁঝ বেলা – ধুপ – প্রদীপ –
ভিড়ে ঠাসা – গাদাগাদি – রক্তাক্ত যৌবন
সূর্যাস্তের মলীন ছোঁয়া
রমণীর খোঁপার মতো
পরিপাটি চাঁদ –
আমাদের দু পা যদি আড়ষ্ট হয় –
আমাদের বার্ধক্য যদি লগ্নভ্রষ্টা হয় –
আমাদের শুষ্ক হৃদয়
অচল মন – আর – নীরেট প্রেম –
বার্ধক্য যদি……………
আমাকে ছড়ায়ে দিও হেমন্তের মতো ॥
প্রদিপ will be প্রদীপ,
আঢ়ষ্ট will be ড়
anyway very good…carry on
Sorry for spelling mistake. We have rectified it. Many many thanks for your suggestion. Please keep reading. We will be more conscious next time.
thanks a lot
here i want to read more romantic poem