স্তিমিত শিখার কণ্ঠ

সুদীপ্ত মাইতি

November 13, 2020
Comments: 0
হঠাৎ ধেয়ে আসা উচকিত স্বরে
                এখন আর চমকে উঠি না,
পরিবর্তে একটা স্বস্তি বোধ হয়, –
                গলা তুলে অস্বস্তি জানান দেবার
শক্তি, তবে এখনো আছে !
                নিঝুম বনানীর গভীর প্রদেশ
সজীব রয়েছে, বোঝার জন্য –
              স্তব্ধতাভেদী এমন গর্জন
মাঝে মাঝে শোনা জরুরি।
              নিস্তরঙ্গ প্রবাহ সচকিত করে
শুশুকের দল মাথা না তুললে,
              জীবন নদীর গতি ধারায় –
প্রাণ খুঁজে পাওয়া ভার।
              বহুপূর্বে, এমন অতর্কিত শব্দ –
আকাশ – মাটি – জল চমকে
            স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ত,
অরণ্যে অরণ্যে দাবানল ঘটাতো।
              আজ বয়সের ছাইয়ে ঢেকেছে
অতীত তেজের সব শিখা।
            তবুও, অঙ্গারের লাল আভায়
বুঝি, আগুনটা এখনো আছে।

Subscribe to our Newsletter