খোলা হাওয়ায়

বিকাশ দাস

August 9, 2019
Comments: 0

তুমি এসো বা    যাও ফিরে
তোমার ইচ্ছে লাগার ভিড়ে ।
যদিও নেই
আমার ভেতর ঘরের বাসা     সুখ দুঃখ কষ্ট মুখের ভাষা ।
আছড়ে মুচড়ে পড়ার ব্যথা    সম্পর্কেরকাঁচ ভাঙ্গা অযথা ।
আলো আঁধারের বাড়াবাড়ি    ধনদৌলতের   কাড়াকাড়ি ।
ধারদেনার কোর্ট কাছারি
হাট বাজারের ফর্দ       হিসেব নিকেশ করার জারি ।
অনুষ্ঠানের বাড়তি আবর্জনা  অহেতুক নেশার সরাই খানা ।
আরাম করার বাগান বাড়ি     ভাগাভাগির জঞ্জাল ভারি ।
খুনসুটির    ঝগড়া    ঝাঁটির    বালা ।
সিংহদুয়ার
সতর্কতার
চাবি তালা ।
এখানে শুধু রোজকার মতো ……
খোলা হাওয়ায় স্বাভাবিক আসে যায়
ধারাবাহিক টাটকা ফুলের উজার গায়
সন্ধ্যা ভোর মাটির গন্ধ আকাশ জোড়া
ভালোবাসার বসত ঘর হৃদয় মোড়া ।

Subscribe to our Newsletter