Tag: Shubhendu

যদি একটু দাঁড়াও (শুভেন্দু ধাড়া)

এক  মুহুর্ত যদি থামো ,বলতাম ভালোবাসো
এক মুহুর্ত  যদি  দাঁড়াও ,হাত দুটি বাড়িয়ে দিতাম

যে পুড়ছে অবিরত যতুগৃহে,
কাঙ্গাল  সে  কাঙ্গাল  ইন্দ্রধেণু’র ।

“ফুল সে তো গন্ধ ছড়িয়েই খালাস !
পাগল  ভ্রমর আজ মাতাল,  দেবদাস ।”

মধু আলিঙ্গনে দুই বাহু যদি বন্দি বানাতে চায়
অনন্ত জলরাশি ভাসিয়ে নিয়ে যায় !
       এও কি অপরাধ  তার ?

পালকের পরশ লাগে, কাশ ফুলে শিহরন । বসন্ত !
তুমি কবে আসবে ? না  কি এসেই পড়েছ !
বুছতে পারছিনা, দেখতে পাচ্ছি  না ,
চোখ হতে নীল তারা দুটি তুলে নিয়েছো  সেই কবেই,
সেথা এখনো রক্ত ঝরে ।

দেবী , যদি একটু দাঁড়াও ,
না হয় পুজার ছলেই কলিজাটুকুও অরপন করি তোমায়,
        তুমি সন্তুষ্ট হবে তো ?

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice