Tag: Sahittya

অন্তবান (বিকাশ দাস)

বাঁচবি জলে মরবি ধরে মাটি ।
মরবি জলে বাঁচবি ধরে মাটি ।
এই জলের ক্রমে এই ধরার ক্রমে ।
তাই বলে থাকবি জলে আসবি না স্থলে
     থাকবি স্থলে নামবি না জলে ।

ওরে পোড়ামুখো ! যাবি কোন মুখো !
একদিন না একদিন ভয় উতরে নামতে হবে জলে
কখন কে জানে কোন যে ঋতুর খুঁটির অবতলে
এক নিমেষে অন্ধ বধির নগ্নশরীর শুতে যায় বলে ।

  মাটির টুকরো নিয়ে আজ দলাদলি মারামারি ।
  জলের দাগ নিয়ে কাল ভাগাভাগি কাড়াকাড়ি ।
  অযথা দু প্রান্তের রক্ত মাংস মানুষধারী
  যদিও কাল জল মাটির জীবন হাজারদুয়ারি।

ওরে পোড়ামুখো ! যাবি কোন মুখো !
একদিন তো যেতে হবে এই মাটিতে এই জলে
সব জমা খরচ ফেলে শব শরীর মাটির ঢেলায় দলে
শেষ যাত্রা চিতায় জ্বলে অজর জলের স্রোতের কবলে ।

‘আসি রে’ – আমার বিকেল

বিকেল টা অনেক্ষন একলা বসেছিল ছাদের কিনারে।
তারপর রং চটা ম্যাড়ম্যাড়ে একটা হলুদ দীর্ঘশ্বাস ফেলে বললো –
আসি রে।
বললো কিন্তু ঠোঁট নড়লো না – একটুও।

তারে তারে – জট পড়ে যাওয়া একটুরো আকাশ –
আর সেই নিঃসঙ্গ বিকেল।
ঘাড় কাত করে ইতি উতি দেখলাম।
নাঃ, একটা পানসে লোনা হাওয়া ছাড়া –
আর তো কিছুই চোখে পড়ে না।
– তবে, বললো তো! কিন্তু কাকে বললো?

বিকেল কি কাউকে সারাদিনের বারোমাস্যা শোনাতে বসেছিল?
এ সব তো কখনো ইতিহাস হয় না ;
এ সব কি কখনো ফ্রেম বন্দি হয় ?
জানি না। হয়তো হয় -।

তবে এটুকু জানি –
এখান থেকে গড়াতে গড়াতে সান্তাক্রূজ হয়ে –
তারপর ছুটি।
আরো জানি – কতটা পথ তাকে যেতে হবে ।
আরো কত বার এই মন খারাপের বার্তা দিতে হবে তাকে –
‘আসি রে’।

একটা লোনা পানসে হাওয়ায় – হলুদ স্বপ্নের মতো মুছে নিতে নিতে
ফিরে যাবে – আমার সাধের বিকেল।
কখনো আমার হাতের চুম্বন মিশে যাবে আরবের জলে –
কখনো আফ্রিকার জঙ্গল ফেলে চলে যাবে সে।

তবে –
সেই অতৃপ্ত – ক্ষয়ে যাওয়া ঝাপসা আলোয়,
এই বার্তা, প্রেমিকের মতো –
চোখ ছুঁয়ে বলে যাক – শেষ বার –
‘আসি রে’, – আমার বিকেল।


                    (অমিতাভ বাগ)

পান্তুদা – টা

পান্তুদা – টা
লড়তে জানে – চরতে জানে –
রাগ হলে তার –
কাউকে ধরে মারতে জানে –
কানটি টেনে মুলতে জানে।
.
.
.
.
.
.
.
.
হায় রে –
.
.
.
এভাবেও সে ভাবতে জানে।


                    (অমিতাভ বাগ)

(এই নামটি নিছক কৌতুকরস সৃষ্টির জন্য ব্যবহার করা হয়েছে। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। তথাপি কেউ আঘাত প্রাপ্ত হলে আমি ক্ষমাপ্রার্থী। চরিত্রটিও নিছক কাল্পনিক। দয়া করে, এর সাথে বাস্তবে কাউকে মেলাতে যাবেন না। )

বিশেষ দ্রষ্টব্য :
এই বিষয়ে উল্লেখ্য, এই কবিতাটির প্রথম পর্ব টি অবশ্যই পড়বেন নিচের লিংক টি থেকে।

পান্তুদা

 

খোলা হাওয়ায় (বিকাশ দাস)

তুমি এসো বা    যাও ফিরে
তোমার ইচ্ছে লাগার ভিড়ে ।
যদিও নেই
আমার ভেতর ঘরের বাসা     সুখ দুঃখ কষ্ট মুখের ভাষা ।
আছড়ে মুচড়ে পড়ার ব্যথা    সম্পর্কেরকাঁচ ভাঙ্গা অযথা ।
আলো আঁধারের বাড়াবাড়ি    ধনদৌলতের   কাড়াকাড়ি ।
ধারদেনার কোর্ট কাছারি
হাট বাজারের ফর্দ       হিসেব নিকেশ করার জারি ।
অনুষ্ঠানের বাড়তি আবর্জনা  অহেতুক নেশার সরাই খানা ।
আরাম করার বাগান বাড়ি     ভাগাভাগির জঞ্জাল ভারি ।
খুনসুটির    ঝগড়া    ঝাঁটির    বালা ।
সিংহদুয়ার
সতর্কতার
চাবি তালা ।
এখানে শুধু রোজকার মতো ……
খোলা হাওয়ায় স্বাভাবিক আসে যায়
ধারাবাহিক টাটকা ফুলের উজার গায়
সন্ধ্যা ভোর মাটির গন্ধ আকাশ জোড়া
ভালোবাসার বসত ঘর হৃদয় মোড়া ।

পান্তুদা


আমাদের ও পাড়ার পান্তুদা, কে জানো ?
শলাকার কলেবর – হাতে গোঁফ প্যাঁচানো।
আষাঢ়ের মেঘে মেঘে তারা গোনা চাই তার,
বৃষ্টিতে হেঁচে কেশে – ঝালে ঝোলে কদাকার।

এ হেনো পান্তুদা – বসে যদি কাজেতে –
একমনে ঘেঁটে যায় টেকো চুল টিকিতে।
যোগ ভাগ গুন্ গুলো ধোঁয়া ওঠে দেখো ওই –
রাগে চোখ টন টন – পুড়ে খাক যত বই।
দাঁতগুলো তাগড়াই – হয়তোবা রাগেতে –
এঁকে বেঁকে চলে যায় – দু ঠোঁটের মাঝেতে।
কষ থেকে মাঝে মাঝে বয়ে যায় খুশবু –
বেনারসি পান চাই – নোলা হয় বেকাবু।

এ হেনো পান্তুদা – চাপে যদি বাসেতে –
গম্ভীর হয়ে যায় – দমফাটা হাসিতে।
গায়ে পড়ে কাতুকুতু খেয়েদেয়ে একাকার –
নেমেপড়ে হেঁটে যায় – হোক না সে রবিবার।

(অমিতাভ বাগ)

(এই নামটি নিছক কৌতুকরস সৃষ্টির জন্য ব্যবহার করা হয়েছে। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। তথাপি কেউ আঘাত প্রাপ্ত হলে আমি ক্ষমাপ্রার্থী। চরিত্রটিও নিছক কাল্পনিক। দয়া করে, এর সাথে বাস্তবে কাউকে মেলাতে যাবেন না। )

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice