Tag: Poetry

সেদিন বৃষ্টি হবার কথা ছিলো (সাকিব জামাল)

সেদিন বৃষ্টি হবার কথা ছিলো- শুকনো রাতের মধ্যগভীরে,
ময়ূরপঙ্খী মেঘের ডানায়- আসবে বর্ষা রানী চড়ে ।
হাসনাহেনার সৌরভ মেখে একলা বসে ছিলাম আমি,
তোমার পায়ে নূপুর নৃত্য “যোধা বাঈ”-থেকে দামি !
অপলক অপেক্ষায় ছিলো নেত্রযুগল- ক্লান্তি উপেক্ষা করে,
সেদিন বৃষ্টি হবার কথা ছিলো- শুকনো রাতের মধ্যগভীরে ।।

পাগলা হাওয়ায় ছিলো সেদিন শীতল শীতল ঘ্রাণ,
পাথুরে ও মনে ফুল ফুটে যায় পেলে প্রেমের প্রাণ !
রিক্ত মরু সিক্ত হলে সবুজ ঘালিচায় জলসা ঘর সাজে,
মিলনের সুরে পুরুষ মনে- নিরলস মোহন বাঁশি বাজে ।
“কেন” বুঝলো না বর্ষা রানী, আসলো না আমার ঘরে,
সেদিন বৃষ্টি হবার কথা ছিলো- শুকনো রাতের মধ্যগভীরে ।।

হলো না…. বৃষ্টি সেদিন । কথা বদলে গেলো ।
জীবনটা যাযাবর হলো । হলো এলোমেলো ।
ভাঙন খেলায়- বুকের নদী; প্রেমের সব জমিই নিলো কেড়ে !
সেদিন বৃষ্টি হবার কথা ছিলো- শুকনো রাতের মধ্যগভীরে ।।

শব্দ-গ্রহণ

শব্দের পরে শব্দরা সব –
শব্দ করে মরে,
বাকি আরও শব্দ শুধু
বেকার গোল করে।

বীরপুরুষের শব্দ যত
কোমর বেঁধে আসে,
আমার তোমার শব্দ শুধু
আলো ছায়ায় ভাসে?

আমার সকল শব্দ ওগো,
এবার তবে জাগো।
জাগার সময় শব্দ-গ্রহণ ?!
‘ভয়’ – ক’রো নাগো।।

ভূষণ্ডির মাঠেই যদি
যুদ্ধ শুরু হয় –
একলা কেন ভেবে মরি –
শব্দ যেন হয়?

শব্দ হেথা – শব্দ ‘হোতা’ –
শব্দ যেন হয় –
শব্দ আগে – শব্দ পিছে
শব্দ-গ্রহণ নয়।।

ছান্দসিক (তন্মনা চ্যাটার্জী)

কিছু চিঠিদের রংমশালের
বারুদের আবরণ!
কিছুরা আবার আবেগের ঘরে
ইতিউতি বসবাস!!
বছরের পরে সময়ের ধুলোবালি;
চিনে নেওয়া অভ্যাসেদের নিয়মিত হেঁটে চলা!
বালুচর ছুঁয়ে ঢেউদের আলেয়া;
ক্যানভাসে থাক ভেজা ভেজা রং তুলি!
ছন্দ ভুলে হঠাৎ করেই
উড়ানের হাতছানি!
স্বপ্ন পেরোয় রোজনামচার
জীবনের কথালিপি!!

তর্কটা ভালো

তর্কটা ভালো – এবং চলতে থাকুক।।

একলা – বড্ড ভয় লাগে – নিঃসঙ্গ লাগে –
বরং – তর্কটা ভালো – চলতে থাকুক।
একটা তবু সঙ্গী হবে –
বেশ একটু – ওম ঢেলে দেবে মোড়কে মোড়কে -।।

অচল তো ছোট থেকে বড়,
কয়েন থেকে টাকা ।
অচল তো বৃদ্ধরা – কবেই –
অচল তো প্রাচীনপন্থী আমরা সবাই ।
এই যে এতো বড় বাজার –
সবই কি বিক্রি হয় ?
কিছুই কি পড়ে থাকে না? অবশিষ্ট ? উদ্বৃত্ত?
এখন তো রেস্টুরেন্টে মাংসও অচল –
তার চেয়ে বরং –
তর্কটা চলতে থাক ।

বেশ একটু নাটুকে তাপ
– আরও উত্তপ্ত করে তোলো –
গ্লোবাল ওয়ার্মিং।
সমীহ করার মতো বারিটোন ভয়েস –
বেশ – তর্কটা চলতে থাকুক।

এটাকেও জিডিপি তে নেবে !?
না – না –
তর্কটা ভালো ।। এবং চলতে থাকুক।।

কিছু কথা

কিছু কথা – কখনও বলা হয় নি – ।
জানালার ধারে – মাথা এলিয়ে –
বৃষ্টি যখন আদর করে ঘুম পাড়িয়ে দিতো –
পরতে পরতে ভিজে হাওয়ার নরম ছোঁয়া –
বড় ভালোবাসতাম।

গোধূলি হাওয়ায় – রং তুলি সাজানো ক্যানভাস –
তোমার শূন্য দৃষ্টির মতো – সাজানো শস্য ,
অথবা উষ্ণ নিঃশ্বাসের ঘ্রান
আমায় মাতাল করে দিতো –
বড় ভালোবাসতাম।

কখনও বলা হয় নি –
এখনও বলা হয় নি – কিছু কথা
ভালোবাসতাম – বলা হয় নি – ।

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice