Tag: Poetry

তিন রাজার গপ্প

“নাক কাটা রাজা রে 
দেখ তোর কেমন সাজা রে।।”
ছোট বেলার এই গল্পটা আমরা সবাই পড়েছি। অল্প বিস্তর মনেও আছে নিশ্চয়।  সেই যে এক রাজা ছিল – আর রাজার মনে ভারী হিংসা – টুনি – মানে টুনটুনির প্রতি।  থাক বাকিটা মনে করুন – আমি বরং অন্য এক কবিতা শোনাই।
 
 
তোমাকে রাজা বলতে ভারী ঘৃণা হয় –
                   তুমি যদি রাজা হবে তবে আমি কে ?
ছোট্ট একটা টাকার নেশায় কখনো আস্ত টুনি গিলে নাও  –
ছোট্ট একটা টাকার নেশায় কখনো আস্ত টুনি  ভেজে খাও।
ছোট্ট একটা টাকার নেশায় কখনো উদ্ধত তলোয়ার –
আজও শুনি –
সেই সাত নাক কাটা রানীদের কি ভীষণ হাহাকার।
                  যদি তুমিই রাজা হবে তবে আমি কে ?
 
                               সাজা ?!
প্রতিহিংসায় নগ্ন উদ্ধত
লোভে চিক্কণ হিংস্র বীভৎস অবয়ব
তবু উদ্ধত দুহাত তুলে বলেছিলে –
          সাজা চাই সাজা –
                          সাজা –
সাজা তো তুমিও কম পাও নি রাজা –
টুনি ভেবে কেমন খেলে আস্ত একটা ব্যাঙ ভাজা ?
তুমিই কি সে রাজা –
এক টুনি কি বলেছিল
এক টুনি কি ভেবেছিল –
              মনে মনে
এত মান এত সম্মান – যশ ঐশ্বর্য ভুলে –
                      শুধু তাই ভেবে নিলে –
তুমিই যদি রাজা হও, তবে আমি কে ?
 
এবারটা অন্য গল্প –
তবু গল্প জুড়ে শুধু তুমিই –
আর নির্মম লোভ –
আরও আরও বীভৎস – নির্মম সাজা।
বনিকের করাল বর্বর লোভ –
যে তোমাকে নগ্ন বিবস্ত্র করে –
স্তাবকের তুমুল বাহবা আর প্রশংসা –
                            হায় –
হায় হতভাগ্য রাজা –
তোমাকে আরও অপদস্থ হওয়ার আগে –
সেই সরল নিষ্পাপ দুটি চোখ –
কোথায় গেল?
 
প্রেক্ষাপট সামান্য বদলাও –
দেখো লোভে চিক্কণ – দুটি চোখ –
আত্ম গর্বে – দর্পে – অত্যাচারী
আর এক রাজা।।
শুধু ভুতের রাজা আর মগজ ধোলাই –
শেষে এ যাত্রায় ভূলুণ্ঠিত – দর্প – নিজের হাতে ।।
যদি তুমিই রাজা হও তবে আমি কে ?
 
                                  হে রাজন –
কোথায় গেল তোমার সেই রাজকীয় অহং –
কোথায় গেল তোমার সেই ক্ষত্রীয় ধর্ম –
রাজসিক ধৈর্য স্থৈর্য বীর্য –
কোথায় গেল তোমার সেই  পুত্রবৎ স্নেহ – মমতা – বাৎসল্য।।
স্তব্ধ করো রুদ্ধ করো এ ঠগ প্রবঞ্চনা –
নিঃশেষিত করো হে পৌরুষ-কান্তি
শঠতা ক্রূরতা খলতা যত -।।
তুমি ধীর – তুমি স্থির –
তুমি অচঞ্চল – তুমি ন্যায় – ।
                         তুমিই সেই –
ক্ষত্রীয় ধর্ম হতে বিরূপ নাহি হয়।
 
                     হে রাজন –
তোমাতেই অধিষ্ঠাত্রী দশভুজা
তোমাতেই সরস্বতী – বাণিজ্য লক্ষ্মী –
তুমিই বীর সেনাপতি –
তুমিই সেই অসুর নিধনকারী
পিতৃসম সবার ভূপতি।।
তুমিই বিচারক –
ধারক বাহক – শাস্তি প্রদানকারী
বীর প্রতিপালক।
 
মুক্ত কর’ – মুক্ত কর’ –
আপনাকে মুক্ত কর’ –
সহস্র শৃঙ্খল হতে –
চটুল বর্বর – ষড়রিপু  হতে –
মুক্ত কর’ – মুক্ত কর’ –
উৎসর্গ কর’ আপ’নার –
এই পবিত্র প্রাণ।।
 
তবে কেন –
কেন বারবার ফিরে ফিরে আসে
               সেই রাজা –
               সেই লোভ –
সেই জিঘাংসা –
সেই হিংসা জগদ্দল –
আত্মগ্লানি ভুলে – কেন ফিরে আসে –
সেই নিষ্ঠুর রাজার দল ?!
 
 
না কবিতা আমার শেষ হয় নি।।
এ কবিতা তখনি শেষ হবে – যদি কখনো  সেই রাজা দেখি, যে রাজাকে নিয়ে এভাবে আর কখনো কাউকে লিখতে হবে না।  

 

 


 

স্ব-মৈথুন

[এই কবিতাটি লেখার আগে আমি আমার আজকের একটা অনুভূতি share করতে চাই।

আজ বিকালে প্রচন্ড কালবৈশাখী মেঘে অনেক প্রতিচ্ছবি দেখেছি । হ্যাঁ, তোমাকেও দেখেছি সেখানে। অনেক অনাবশ্যক রুপকের অন্তরালে যেমন আমি হারিয়ে যাই, তেমনি আমিও অনেক সৃষ্টির মাঝে তোমার সত্বা রেখে গেলাম আগামীর কোলে। শুধু এক তোমাকেই নয়……. অনেক আমার মাঝে। ]

 

খুব দুরের কোনো আমিকে নয়
খুব কাছের কোনো আমাকেই করে ভয় ।

খুব সাদামাঠা তোমাকে নয়
এক রুপসী – তোমাকেই করে ভয় ।

কালবোশেখীর প্রচন্ড হাওয়া
মেঘ বাদলের মেদুর মৈথুনে
তোমায় …….
আমি বৃষ্টি বলেই ডাকব ।।
সেই সদ্যোজাত বৃষ্টি জন্মায় ।।

এক আমাকে নয় –
মাঝে মাঝে তোমাকেও করে ভয় ।

এক বাদলের নয়
মাত্র এক শ্রাবনের নয়
এক প্লেটনিক প্রেমের সমুদ্র –

সেই বৃষ্টিরা সব জন্মায় –
শুধু এক তোমাতে নয় ।।

 

In PDF View

Or

swa-maithun

 

 


 

পরিচয়

এক পরিচয় যত্নে আমি আগলে রাখি –
এক পরিচয় – সময়ে – গোচরে বিলিয়ে থাকি |
পরিচয় তবু নানা রঙে ঝিলিক দিয়ে
রাত বিরেতে অন্য রঙে যায় হারিয়ে ।।

চিনলে বলে দিলাম তোমায় – আমার পরিচয়
মিষ্টি করে দুষ্টু কথা – বলিবার নয় ।।

তবু যখন একলা থাকি
নিশীথ পানে তাকিয়ে থাকি
বুক ভরা এক হুতাশ ফেলে
তাকিয়ে দেখি দুচোখ মেলে
– যতদূরেই ঠাই
একলা আমি একলা আমি –
কেউ কোথা বা নাই ।।
তারস্বরে জিগাই তারে –
আকাশ আমার – আকাশ আমার –
পার করে দাও ভাই –
দেবার মতো হয়ত আমার আর কিছু বা নাই –
দিলাম তোমায় আমার যত জমানো পরিচয়
পারাপারের পারানি বাবদ হয়ত বা কিছু হয় ।।

অনেক বাদে মৃদু হাসি কহিলেন তিনি
সত্য তবে কোনটা তুমি
কেমনে তোমায় চিনি ??
দাও তবে নিজ কাছে সত্য পরিচয় –
যা দিয়ে সত্য করে পারানিটুকু হয় ।।
মিথ্যা যদি সত্য কর –
এই বেলাটুক সবুর কর –
গড়িয়ে বিকেল সন্ধ্যা হলে
সূর্য্যি মামা অস্ত গেলে
হাঁক দিয়া কয় মাঝি আমায় –
এবার তবে যাই –
ভুল করে ভাই মিথ্যা দিলে
….. আর পারানি নাই ।

অনুভুতি (ইসহাক জাভেদ)

বুক থেকে ঝরে পড়া কবিতার মাঝে ,
তোমায় দেখেছি আমি শাওন রাতে।
কবি বলে কবিতা সেতো তুমি নও;
আমি বলি সুন্দর অতি সন্দর তুমি হও।

হিয়ার মাঝেতে মোর কত, কত ফুল ফোটে;
তার মাঝে মন মর শুধু তোমায়, তোমাকেই যাচে।
জানিনা কেন তা জানি না,
আমি, তোমার কাছেতে যেতে পারি না।
দূর থেকে দেখি আমি যাতে টুটে পড়ে।

কবি বলে ভিতু তুই, কাছে যেতে পাস ভয়;
আমি বলি ভিতু নই, এযে ভালোবাসা,ভালোবাসা একেই কয়।


 

ক্যামেলিয়া

শ্রাবণ – মুখ তুলে আকাশ কে বলল –
আমাদের যদি মেয়ে হয় তার নাম রাখব বৃষ্টি …..

আর যদি ছেলে হয় –
শ্রাবণ একটু ভেবে বলল ………….
               …..বাদল ।।

শ্রাবণ কানে কানে আকাশকে বলল
আজ যদি মেঘ জমে, তার নাম রাখব মিতু ।।
                      …….আর যদি ঝড় ওঠে …..
….তার নাম রাখব হৃদয় ।।

সেবার শ্রাবণ যাবার আগে আকাশের বুকে
মুখ গুঁজে অনেক কেঁদেছিল ।।

যাবার আগে বলে গেল –
মেয়ে বড় হলে তাকে আর বৃষ্টি বলে ডেকো না ।।
ওকে ডেকো ক্যামেলিয়া ব

If Bengali Not Come – Camelia

or

Camelia

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice