Tag: Mummay

চল ভেসে যাই

দিল দরিয়ার মাঝখানে ভাই
ফিরব যে আর সে পথ নাই
দুপাশে যে তুষার চড়াই
চল ভেসে যাই, চল ভেসে যাই।

সমুখ পানে কি আছে তাই
নাই জানা নাই, নাই জানা নাই
হারিয়ে যেতে তাই বাধা নাই
চল ভেসে যাই, চল ভেসে যাই।

আঁচল ভরা সুখের নেশায়
এই ভরা গাঙ মাতল আশায়
চাঁদের ভেলায় ভাসলো হেথায়
যায় ভেসে যায়, যায় ভেসে যায়।

দূর সুদূরের কোথায় আঁকা
মিঠেল ভোরের স্বপন ডাকা
আছে কিনা তাও জানা নাই
হওয়ার তালে ভেসে থাকাই
এখন উপায় আর কিছু নাই –
ভয় কে তাই মিছেই ডরাই –
উপায় যে নাই –
চল ভেসে যাই – চল ভেসে যাই।

 

 

 

For subscribe


 

কোমা – মমি

পৃথিবীর সব আলো নিভে গেলে –
ধুসর পান্ডুর চোখ করে আয়োজন
জনান্তিকে কালরাত্রি –
পাতায় পাতায় হিস্ হিস্ শব্দ ৷৷

তবু মৃত্যু ছেড়ে মরতে চাই না বড় …
ধ্বংসস্তুপে কোমার মত ৷৷
পিরামিড কর’ আয়োজন –
রক্তলেখা লিখে যাব’ আমি
মিঠেপানি নদীটির তীরে ৷৷

জমাট রক্তের মত
একদিন বেঁচেছিলে যখন
জীবনের ক্লেদাক্তও লাল হয়ে যেত ৷৷

কোনোদিন আর ঘুম ভাঙবে না জেনে
সেই ক্লেদাক্ত পাললিক মমি
রক্তলেখায় …..
লিখে যাব আমি ৷৷

 

In PDF View

Or

Koma – Mami

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice