আজ বড় মেঘ জমেছে
আমার গ্লাসের গলা বেয়ে
লাল ওয়াইনের স্তর –
লাল ওয়াইনের মেঘ – ঢলে আসে ৷
….. আজ বড় মেঘ জমেছে ৷৷
আজ সারাটা দিন শুধু তুষারের মতো সাদা –
নরম ঘাসের মতো পেলব –
ওয়াইনের ঢল নেমেছে ৷৷
আজ বড় ভোর জমেছে
ভিজে শিশিরের চিক্কন জালি
পাতায় পাতায় সবুজের গন্ধ
আড় ভাঙা সূর্যের হাই
আর পদ্মের লাজুক চাহনি ৷
আজ বড় ভোর জমেছ ৷৷
In PDF View
Or
Baro Megh Jamechhe
ককটেল – আরো এক ঢোক ৷৷
কাল থেমেছিল চৌষট্টিতে
আজ কত হয় কে জানে ৷
ককটেল – আরো এক ঢোক ৷৷
ধ্যানের প্রাসাদ ঠেলে দেখি
তোমার নিস্পলক দুটি চোখ,
অবোধ বালকের কোনো
লেথ্থি ছাড়া লাট্টুর মতো
বনবন ঘোরে……..
তবু যেন স্থির,
যেন – কতো কথা বলে
নিদারুন গম্ভীর ৷৷
ককটেল আরো এক ঢোক ৷৷
তবু তো মাতাল করে না,
তোমার হাসির মতো !
চোরা পথে, আধখানা ঢাকা –
জ্যোৎস্নার মতো ৷৷
মানসী তুমি হাসো না …….
আর একটু মাতাল হই ৷৷
ককটেল – আরো এক ঢোক ৷৷
মৃদুস্বরে আধো আধো ডাক
প্রেম … ধরা ধরা ডাক
গুমে গুমে কাঠ……
কালো ছায়ে ঢাকা
লাল নয়, তবু –
গনগনে তাতা ৷
আমাকে কেন
ততটা মাতাল করে না ?!
দু-আঁচল সময় আরো
ভিক্ষে চাই,
যদি পাই –
আরো দুটি মূহূর্ত্ত ঘিরে
ততটা মাতাল করে –
আমায় আবার ৷৷
ককটেল আরো এক ঢোক
দুরে …… আরো দুরে ….
তার নুপুর শুনি,
তুমি কি আসছ’ মনি..
এই বারে বসে – আরো কত বার
ঘুমিয়ে গেছি – অনেক আগেই
তোমার আসার ৷৷
ঝমঝমে থমথমে আরো কত দুর
এখুনি বিকেল এলো এড়িয়ে দুপুর ৷
ককটেল আরো এক ঢোক
তুমি আসছো মনি,
তুমি আসবে জানি
আজ জাগি –
ককটেল – আরও এক ঢোক …
ককটেল – আরও এক ঢোক ৷
In PDF View
or
Kaktel Aro Ak Dhok
নরম সন্ধ্যার লাজুক গালে আলতো চুমু
কাশফুল ছিঁড়ে দেওয়া মৃদু শৃঙ্গার
আর…..
বৃষ্টির বলি রেখার বিনুনি ৷
সন্ধ্যা লজ্জায় সবুজ হয়ে ওঠে ৷
সে সন্ধ্যা তখন গলতে সুরু করেছে,
আর একটু পরে –
মিশে যাবে রাত্রির উষ্ণ শরীরে ৷
রাত্রির শরীর থেকে যাবে বীজ হয়ে
দিনের অন্তরে ৷৷
কাল সে বীজ জন্ম দেবে
আর এক নতুন সন্ধ্যার ….
ঠিক আজ যখন সন্ধ্যা নামে ৷
সন্ধ্যা নামে দিন শেষ হয় বলে
সন্ধ্যা নামে রাত শুরু হয় বলে
সব কাজ শেষ হলে সন্ধ্যা নামে৷
এখন শুধু দুরন্ত রাত্রির অবসর
সব ভুলে থাকা ৷
ভয় হয় ……..
আমার সন্ধ্যা কোনো দিন হয়তো
ভুলে যাবে আমায় নিতে,
আমার গ্রাম – আমার শহর –
ভুলে যাবে ৷
হয়তো কোনো সন্ধ্যা ভুলে যাবে আমায় ……..
In PDF View
Or
hayto kono sandhya
ভাবি ……
তোমায় আর আঁকব’ না
বর্ণে ছন্দে এভাবে আর ডাকব না
ভাবব না আর ……
তোমায় আমি ভাবব না ।।
নিশিথ শেষে পরীর মতো
জানি কখনো আসবে না
দিলাম ছুটি
তোমায় আমি
ডাকব না ……
আর কখনো ডাকব না ।।
কখনো যদি দু চোখ জুড়ে
ভিজিয়ে পাতা এমনি করে
আমার মতো তুমিও কাঁদো ।।
নাই বা দিলে আমায় তুমি
সেই দু ফোঁটা অশ্রু বিন্দু,
জানব তুমি আমারি ছিলে
সেই স্মৃতিরই নরম কোলে
ঘুমাও সোনা – আর কেঁদো না ||
আমি ওগো ফিরব না ……
আর কখনো ফিরব না ।।
In PDF View
Or
Ar Kakhano Dakbo Na
Recent Comments