Tag: Bangla Kabita

লাবণ্যবতী

লাবণ্যবতী নদীটির ভাষা বুঝতে বুঝতে
চোখ মুছি –
কৃষ্ণকলি বয়ে যায় – কবিতায় – !

সবুজ প্রেমের বাস্প –
বৃষ্টির মতো – তোমার গায়ের রং –
স্বপ্নের মতো – নীল –
পেলব পাখনা।

অরন্ধন শেষ হলে পর – ঠান্ডা কিছু মহুল গন্ধের মতো –
সুর আসে -।
উজান শেষে – কাছিতে পড়ে সে টান –
কর্কশ শব্দে – ভাটির আর্তনাদ।
শেষ কিছু স্ফুলিঙ্গ আর্তনাদ করে ওঠে
এবার ফিরতে হবে – বোঝে মন –
সূর্য গোটায় রং।

গল্প লেখা বিকেলগুলো সব –
নেমে যায় – সন্ধ্যায় – কবিতায় !

শীতঘুম (পলাশ চ্যাটার্জ্জী)

সস্তায় পাওয়া একটা বিকেল, শুধু নিঃসঙ্গতার অনুরণন।
তবু নোনা জলে চোখ ধুয়ে অপেক্ষায় থাকে চাঁদ।
শীতঘুমে ছিলে বুঝি!

পড়ন্ত আলোয় ভেসে থাকে তোমার স্তব্ধতা…
জানি তুমি হারিয়ে যাবে সভ্যতার অলীক স্বপ্নে-
হয়তবা নিরুত্তাপে, এক হাজার অমাবশ্যা পেরিয়ে।

বিষ (জ্যোতির্ময় রায়)

তখন সবাই ঘুম নিয়েছে চোখে।
চোখ পাহারায় নিয়ম মাফিক…

           রাজপথে কবিতার লাশ বিক্রি গেছে
চশমাও পর্দা নেয় বুঝেছি।পরকীয়ায়।
                        কলম সৈনিক

তবুও কেমন গল্প লিখছে প্রেম।কান্না।
                      হারাচ্ছে কবি

চায়ের কাপে চুমু এঁকে বলে দিতে পারি
     “মুখ নয় মুখোশ-মুখ সব’ই”

      অভিমান জন্মান্তর মানে না …

মোমেন্টাম

Momentum
kobita-momentum

স্বপ্নিল মুহূর্তগুলো রাতভেজা বৃষ্টির সুরে;
কিছু অবাক জলছবি হয়ে ঘুমিয়ে পড়ে;
রাস্তায় –
কাল তোমার পা ছুঁয়ে যে শিরশিরে অনুভূতি –
পাতা – বুক – চিবুক – ভেজা আকুতি;
আজ তাই – গলিত সোনার মতো –
হাওয়ায় সাথে অন্তরঙ্গ অনেকক্ষন;

তারপর;
ভিড় করে আসে আলোর মোমেন্টাম –

দুলে দুলে ওঠে ঢেউয়ের উচ্ছাস ;
হয়ত’ বা আকাশ জুড়ে একটা লাল শঙ্খ –
ফুৎকারে তার প্রলয় নিশ্চিত -!

তবু – হে শ্রাবন – এখনই ক্লান্তি নয় –
আরো কিছু – টিপ্ টিপ্ – টিপ্ টিপ্ – মেমেন্টো –
আরো কিছু – সিক্ত মোমেন্টাম।

বৃষ্টি আবার

গায়ে আমার বৃষ্টি ভেজা গন্ধ মাখা –
চোখে আমার কান্না চাপা বলি রেখা –
কে বলে যে – শুধুই আমি কাঁদতে জানি –
অঝোর ধারা বৃষ্টি মাঝে –
এই দেখো না –
কেমন আমি হাসতে জানি -!

কেমন আমার দুঃখ সুখের অঙ্ক গুলো
বৃষ্টি আবার নতুন করে নিকিয়ে নিলো
আমার সকল চাওয়া পাওয়ায় নৌকা গড়া –
পাল তুলে দি –
বান এসেছে – পালা তোরা -!

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice