Tag: Ahalya

জাগতে চাই

অনেক কিছু বলার আছে হয়ত আমার …
হয়ত বা অনেক কিছু শুনতেও চাই।
এতটুকু সময় যদি পাই….
যদি….. এতটুকু ….. সময়
যদি একটু থামতে পারি ….
অনেক কিছু ভাবার আছে সময়?!

অনেক তারার থেকে পথ চেয়ে
ক্লান্ত অবসন্ন বিষণ্ণ … মন আমার।
দেহ আমার আলোকবর্ষ জুড়ে রক্তাক্ত বিভক্ত।
তবু প্রচণ্ড ঘূর্ণি আলেয়া
আমার প্রতি সৃষ্টি ঘিরে
আমার সুরে, আমার ছন্দে
নটরাজ নৃত্য।

এসো আমার অরুন্ধতী, আমার অনির্বাণ
বিভক্ত দেহে নয়.. ক্লান্ত মনে নয়।
আমার লেখনীর দুয়ার ঘেঁষে
যে চিতা আজও নিভলও না বলে
মৃত শবরী ডুকরে কাঁদে
সেই অহল্যা জাগতে চায়।

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice