অদিতি কোনও কবিতা
অদিতি যদি কোনও কবিতা হত’ ৷৷
এভাবেও কি জন্ম দেওয়া যায় ?
আচ্ছন্ন অনির্বাণ আর….
জীবনের ফেলে আসা রূপকথার ফুলশয্যা
এভাবেও কি জন্ম দেওয়া যায় ?
যদি অদিতি কোনও কবিতা হত’ !
আমার রক্ত দিয়ে রাঙানো আধুলি
বিক্রি করে দিত হাজার ডলার ৷
যদি অদিতি কোনও কবিতা হত’……..৷
রুদ্ধশ্বাস রুদ্ধ কণ্ঠ –
আঢ়ষ্ঠ জিহ্বা – উদ্গত প্রাণ –
সময় শুধু অঙ্কের হিসাব ৷৷
অদিতি –
অদিতি যদি ………………….৷৷
ঘুমাও ..
ঘুমাও অদিতি ঘুমাও ৷
শিশিরের হাত ধরে – পাতাঝরা গান
– আর ঘুম পাড়ানি বিকেল –
তবু তো আমার মতো রক্তাক্ত নও তুমি –
ঘুমাও…. অদিতি ঘুমাও
তুমি তো কোনও কবিতা নও – ৷৷
or
Recent Comments