বড় মেঘ জমেছে

অমিতাভ বাগ

December 30, 2012
Comments: 0

আজ বড় মেঘ জমেছে
আমার গ্লাসের গলা বেয়ে
লাল ওয়াইনের স্তর –
লাল ওয়াইনের মেঘ – ঢলে আসে ৷
    ….. আজ বড় মেঘ জমেছে ৷৷

আজ সারাটা দিন শুধু তুষারের মতো সাদা –
নরম ঘাসের মতো পেলব –
   ওয়াইনের ঢল নেমেছে ৷৷

আজ বড় ভোর জমেছে
ভিজে শিশিরের চিক্কন জালি
পাতায় পাতায় সবুজের গন্ধ
আড় ভাঙা সূর্যের হাই
আর পদ্মের লাজুক চাহনি ৷
আজ বড় ভোর জমেছ ৷৷

In PDF View

Or

Baro Megh Jamechhe

Subscribe to our Newsletter