আজ সারারাত – ঝমঝমিয়ে বৃষ্টি

অমিতাভ বাগ

April 13, 2013
Comments: 3

অঝোর ধারা বৃষ্টি গোনা
সন্ধ্যা আর আমি
মাঝখানেতে তিতির সোনা
প্রাণ গিয়েছে থামি ৷৷

ওপারেতে মুক্ত আকাশ
মেঘের আনাগোনা
এ-পারেতে মিটিমিটি
উষ্ণ আদর ছোঁয়া,
ওপারেতে কান্না ভেজা
বৃষ্টি মাদল গাওয়া ৷৷
এ-পারেতে মন খারাপি
সিক্ত আগল খোলা
ওপারেতে বৃষ্টি ফোঁটায়
বকুল গাঁথা মালা ৷৷

এ-পারেতে রাজপ্রাসাদী
চুমকি জরি শাড়ী
রাত পোহালেই উড়ে যেও
দূর সুদূরের পাড়ি ৷৷

শুধু আজ সারারাত তুমি আমি
ঝমঝমিয়ে বৃষ্টি
শ্রাবন শেষে তিতির সোনা
কবিতায় অনাসৃষ্টি ৷৷

Or

 

Subscribe to our Newsletter