Category: Sraban

ফুস্ মন্তর

এক চিলতে আকাশকে ফুস্ মন্তর দিই
থাক মেঘ হয়ে – থাক – ভেসে থাক
এক দমকা বাতাসকে ফুস্ মন্তর দিই
এক মুঠো রোদ্দুরকে ফুস্ মন্তর দিই ৷

এক চিলতে আকাশ –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই –
এক দমকা বাতাস –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই –
এক মিঠেল রোদ্দুর –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই ।

এক শ্রাবণ হারিয়ে গেছে –
মনের কোনে হারিয়ে গেছে ।
মনের শ্রাবণ খুঁজতে গেলে –
আয়রে শ্রাবণ তোকেও আমি ফুস্ মন্তর দিই ।
বাদলা হয়ে ফিরিয়ে দাও –
বাইরে শ্রাবণ ফিরে আয় ।
তবু – মনের শ্রাবণ কোথায় পাই ॥

আয় রে শ্রাবণ আয় –
মিষ্টি একটা ফুস মন্তর দিই ॥

 

 

 


 

চল ভেসে যাই

দিল দরিয়ার মাঝখানে ভাই
ফিরব যে আর সে পথ নাই
দুপাশে যে তুষার চড়াই
চল ভেসে যাই, চল ভেসে যাই।

সমুখ পানে কি আছে তাই
নাই জানা নাই, নাই জানা নাই
হারিয়ে যেতে তাই বাধা নাই
চল ভেসে যাই, চল ভেসে যাই।

আঁচল ভরা সুখের নেশায়
এই ভরা গাঙ মাতল আশায়
চাঁদের ভেলায় ভাসলো হেথায়
যায় ভেসে যায়, যায় ভেসে যায়।

দূর সুদূরের কোথায় আঁকা
মিঠেল ভোরের স্বপন ডাকা
আছে কিনা তাও জানা নাই
হওয়ার তালে ভেসে থাকাই
এখন উপায় আর কিছু নাই –
ভয় কে তাই মিছেই ডরাই –
উপায় যে নাই –
চল ভেসে যাই – চল ভেসে যাই।

 

 

 

For subscribe


 

নীল হেমন্ত

আমাদের চোখ যদি নীবিড় হয়
আমাদের মুখ যদি ঘন হয়
আমাদের ঠোঁট যদি সিক্ত হয় –
           অন্য প্রেম যদি গুঁড়ো গুঁড়ো হাওয়ায় ভেসে……
           ধুলার মতো অথবা
           রেণূর মতো উড়ে যায় –
           উড়ে যায় –
আমাকে সিক্ত করে – আমাকে নিষিক্ত করে ॥
আমাদের মন যদি পোয়াতি হয় ॥

সাঁঝ বেলা – ধুপ – প্রদীপ –
ভিড়ে ঠাসা – গাদাগাদি – রক্তাক্ত যৌবন
সূর্যাস্তের মলীন ছোঁয়া
রমণীর খোঁপার মতো
পরিপাটি চাঁদ –

আমাদের দু পা যদি আড়ষ্ট হয় –
আমাদের বার্ধক্য যদি লগ্নভ্রষ্টা হয় –
আমাদের শুষ্ক হৃদয়
অচল মন – আর – নীরেট প্রেম –
           বার্ধক্য যদি……………

আমাকে ছড়ায়ে দিও হেমন্তের মতো ॥

If Bengali Not Came

কথা ছিল কাল সারারাত

কথা ছিল কাল সারারাত
এক মাতাল করা ঝোড়ো জ্যোৎস্না
আমার কড়িকাঠ বেয়ে নেমে আসা
ঈষৎ পান্ডুর মেঘ ঝরা সন্ধ্যা
…….আর সেই কোন ছেলেবেলার ভেসে আসা
            কত শত মুখ দেউড়ির খিড়কি দিয়ে
অনেক মুখের থেকে মুখ ধার করে –
            ভোরের আলোয় লাল হয়ে যাবে ৷
                        অনেক মুখের থেকে মুখ
                        ঠিক মানুষের মুখের মত মুখ –

রাত্রির শরীরে মুখ লুকিয়ে অনেক কেঁদেছি আমি ৷৷

অনেক রাত অবধি শুধু শীতল হাওয়া
            শিরশিরে ঠান্ডা হাওয়া….
অনেক কেঁদেছি আমি
তারপর….
ঘুমিয়ে গেছি কখন ৷৷

অদ্ভুত সুন্দর এক ভোর, রমণীর মুখের মত
কখন সে ঠান্ডা বাতাস হয়ে গেছে বসন্ত….. ৷৷
তোমার লাল ফোঁটার মত ভোরে –
            আমি আজও খুঁজে ফিরি ……

অনেক মুখের থেকে মুখ
            ঠিক মানুষের মুখের মত মুখ ৷৷

In PDF View

Or

Katha Chhilo Kal Sararat

পরিযায়ী

এক উষ্ণতা আমি চুরি করে এনেছি
                রাত্রির ওপার থেকে –

সেই কোন ভুলে যাওয়া মেঠো পথ ধরে
তিতিরের ডানার রঙে –
অনেক তারার মতো মুখ, কখনও ভীড় করে আসা
মিঠেপানি নদীটির কূল
                 উজানে – আমার হারিয়ে যাওয়া
অনেক বাঁধনের থেকে….
কতশত ভালোবাসা আজ ভিখিরি জঠরের মত ৷
কেউ বা মোড় ঘুরেই হঠাৎ অদৃশ্য
কেউ বা মাটির রঙে মিশেগিয়ে ধুসর
কেউ বা ক্ষমাহীন ক্লান্তিহীন সমুদ্রের মতো
শুধুই ছলনায় বিবর্ণ –
কেবল ঢেউ, যাওয়া – আসা
                  অথবা ……
আকাশের টানে – কখনও জোয়ার অথবা ভাঁটা ৷৷
সেই উষ্ণতা আমি চুরি করে এনেছি –
এই বেলা তুমিও সে উত্তাপ দুহাতে মেখে ৷৷
সময় হয়েছে আর এক রাত্রি আসার ৷৷

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice