Category: Parijayee

একলা হাঁটা

এখন অনেক একলা হাঁটা – 
                   ইচ্ছে করে
রোদ বৃষ্টির হাত ধরে –
মেঘ যখন বৃষ্টি অনেক –
টাপুর টুপুর – একলা মনে 
হাত ধরে তার – যাই হেঁটে যাই 
মেঘের 'পরে দিনে দিনে। 
এখন অনেক – একলা হাঁটা 
               ক্ষণে ক্ষণে –
               আপন মনে।

বিকেল তখন – আকাশ জুড়ে –
একলা তারা অনেক দুরে –
আপন মনে – একতারা তার 
মনখারাপি বাউল সুরে 
তুলোর মত – পেঁজা পেঁজা –
পেলব ঘাসে হিমেল পায়ে –
দূর পেরিয়ে – অনেক দুরে –
একলা হাঁটা – একলা হাঁটা –
             আকাশ জুড়ে –

এখন অনেক – একলা হাঁটা – ইচ্ছে করে।

একলা পথে

আমার মন পিয়াসী দুপুর
উদাস দখিন হাওয়া
তার মিথ্যে কপট হাসি –
আর একলা চলে যাওয়া।

আমার দিন শেষে গোধূলি
আর – হঠাৎ সন্ধে নামা
তার মিষ্টি মুখের হাসি –
আর হঠাৎ নিভে যাওয়া।

এবার একলা পথে আমি
আর শূন্য ঘরে ফেরা ।
ঘরগুলো হোক মিছে –
তাই আবার হারিয়ে যাওয়া।

 


 

অদিতি কোনও কবিতা

অদিতি যদি কোনও কবিতা হত’ ৷৷

এভাবেও কি জন্ম দেওয়া যায় ?

           আচ্ছন্ন অনির্বাণ আর….

জীবনের ফেলে আসা রূপকথার ফুলশয্যা

এভাবেও কি জন্ম দেওয়া যায় ?

যদি অদিতি কোনও কবিতা হত’ !

আমার রক্ত দিয়ে রাঙানো আধুলি

বিক্রি করে দিত হাজার ডলার ৷

যদি অদিতি কোনও কবিতা হত’……..৷

রুদ্ধশ্বাস  রুদ্ধ কণ্ঠ –

আঢ়ষ্ঠ জিহ্বা – উদ্গত প্রাণ –

সময় শুধু অঙ্কের হিসাব ৷৷

                  

               অদিতি –

অদিতি যদি ………………….৷৷

              ঘুমাও ..

ঘুমাও অদিতি ঘুমাও ৷

শিশিরের হাত ধরে – পাতাঝরা গান

– আর ঘুম পাড়ানি বিকেল –

তবু তো আমার মতো রক্তাক্ত নও তুমি –

ঘুমাও…. অদিতি ঘুমাও

তুমি তো কোনও কবিতা নও – ৷৷

PDF View

or

aditi kono kabita

চক্রান্ত

এই চক্রান্তে তোমায় আমি ব্যর্থ হতে দেব’ না
কত বার মরেছ’ তুমি – কত দিন – কত রাত
কত নিশিথে – একলা ছাদে –
কত তারায় তারায় – অথবা ঢেউ গোনায় ।
কত বার মরেছ তুমি ??

কখনো চুপিসারে –
তোমার চোখে, ঠোঁটে, চিবুকে দেখেছি
দেখেছি হাসির মতো দুলে দুলে হেঁটে চলে গেছে
এক নেশার মতো – পাপড়ির রং ধরা
ভোরের আলোয় নববধুর মতো পদ্মকুঁড়ির ভ্রুকুটিতে ।

জানো, প্রতি সূর্যাস্তে মৃত্যু আসত’ আমার
জনান্তিকে –
………….এ যাবৎ শুধু রক্তাক্ত ক্ষত বিক্ষত আমি
আর মৃত্যু আসে না – ।
মরণ সুখের মহামরণ হয়েছে আজ ।

এই চক্রান্তে তোমায় আমি সামিল হতে দেব না ।

 

In PDF View
or
chakkranto

স্ব-মৈথুন

[এই কবিতাটি লেখার আগে আমি আমার আজকের একটা অনুভূতি share করতে চাই।

আজ বিকালে প্রচন্ড কালবৈশাখী মেঘে অনেক প্রতিচ্ছবি দেখেছি । হ্যাঁ, তোমাকেও দেখেছি সেখানে। অনেক অনাবশ্যক রুপকের অন্তরালে যেমন আমি হারিয়ে যাই, তেমনি আমিও অনেক সৃষ্টির মাঝে তোমার সত্বা রেখে গেলাম আগামীর কোলে। শুধু এক তোমাকেই নয়……. অনেক আমার মাঝে। ]

 

খুব দুরের কোনো আমিকে নয়
খুব কাছের কোনো আমাকেই করে ভয় ।

খুব সাদামাঠা তোমাকে নয়
এক রুপসী – তোমাকেই করে ভয় ।

কালবোশেখীর প্রচন্ড হাওয়া
মেঘ বাদলের মেদুর মৈথুনে
তোমায় …….
আমি বৃষ্টি বলেই ডাকব ।।
সেই সদ্যোজাত বৃষ্টি জন্মায় ।।

এক আমাকে নয় –
মাঝে মাঝে তোমাকেও করে ভয় ।

এক বাদলের নয়
মাত্র এক শ্রাবনের নয়
এক প্লেটনিক প্রেমের সমুদ্র –

সেই বৃষ্টিরা সব জন্মায় –
শুধু এক তোমাতে নয় ।।

 

In PDF View

Or

swa-maithun

 

 


 

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice