ককটেল আরো এক ঢোক
অমিতাভ বাগ
ককটেল – আরো এক ঢোক ৷৷
কাল থেমেছিল চৌষট্টিতে
আজ কত হয় কে জানে ৷
ককটেল – আরো এক ঢোক ৷৷
ধ্যানের প্রাসাদ ঠেলে দেখি
তোমার নিস্পলক দুটি চোখ,
অবোধ বালকের কোনো
লেথ্থি ছাড়া লাট্টুর মতো
বনবন ঘোরে……..
তবু যেন স্থির,
যেন – কতো কথা বলে
নিদারুন গম্ভীর ৷৷
ককটেল আরো এক ঢোক ৷৷
তবু তো মাতাল করে না,
তোমার হাসির মতো !
চোরা পথে, আধখানা ঢাকা –
জ্যোৎস্নার মতো ৷৷
মানসী তুমি হাসো না …….
আর একটু মাতাল হই ৷৷
ককটেল – আরো এক ঢোক ৷৷
মৃদুস্বরে আধো আধো ডাক
প্রেম … ধরা ধরা ডাক
গুমে গুমে কাঠ……
কালো ছায়ে ঢাকা
লাল নয়, তবু –
গনগনে তাতা ৷
আমাকে কেন
ততটা মাতাল করে না ?!
দু-আঁচল সময় আরো
ভিক্ষে চাই,
যদি পাই –
আরো দুটি মূহূর্ত্ত ঘিরে
ততটা মাতাল করে –
আমায় আবার ৷৷
ককটেল আরো এক ঢোক
দুরে …… আরো দুরে ….
তার নুপুর শুনি,
তুমি কি আসছ’ মনি..
এই বারে বসে – আরো কত বার
ঘুমিয়ে গেছি – অনেক আগেই
তোমার আসার ৷৷
ঝমঝমে থমথমে আরো কত দুর
এখুনি বিকেল এলো এড়িয়ে দুপুর ৷
ককটেল আরো এক ঢোক
তুমি আসছো মনি,
তুমি আসবে জানি
আজ জাগি –
ককটেল – আরও এক ঢোক …
ককটেল – আরও এক ঢোক ৷