স্বাধীনতা
ছন্নছাড়া
ঘুমের আগে দিদুর মুখে শোনা গল্প কথা –
কেমন করে ভারতবর্ষে এলো স্বাধীনতা ।
ওসব কথা আজ পুরোনো, সব গল্পই বাসি –
ইচ্ছে মতোন স্বাধীনতা ভোগ করছে ভারতবাসী ।
দেখলে সেসব ঝুঁকবে মাথা থাকলে লজ্জা শরম –
ঝুঁকিয়ে মাথা বলি কি ভাবে “বন্দেমাতরম্” ।
মা তো এখন বৃদ্ধাশ্রমে – পায়না দুধের দাম –
কোন মুখে ভাই বলবো বলো “ মা তুঝে সালাম ” ।
মিথ্যা বলার যো ছিলোনা বাবার বেতের ভয়েতে –
সবচেয়ে বড়ো মিথ্যা এখন ”সত্য মেব জয়তে ” ।
বড়ো হতে গেলে নাকি ছোটো হতে হয় –
তবে ছোটা রাজন, না ছোটা সাকিল এই নিয়ে সংশয় ।
ভাই বললেই ভাই বুঝিনা, দাদা বললেই দাদা –
মাফিয়া – শাসক – সমাজবিরোধী, বড্ডো কঠিন ধাঁধা ।
জাতি দাঙ্গা, গোষ্ঠী দাঙ্গা, আর উগ্রপন্থী – জর্জরিত প্রান –
কিভাবে বলি বলোতো “ মেরা ভারত মহান ” ।
বর্তমান কে করছে ধংস রাজনীতির অভিশাপ –
তবুও বুকে ভরসা অটল “হাম হোঙ্গে কামিয়াব ” ।
কোটি কোটি লোক পায়না খেতে, লাখে বাস্তুহারা –
তবুও নাকি ” সারে জাঁহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা “ ।।