ফুস্ মন্তর

অমিতাভ বাগ

November 2, 2013
Comments: 3

এক চিলতে আকাশকে ফুস্ মন্তর দিই
থাক মেঘ হয়ে – থাক – ভেসে থাক
এক দমকা বাতাসকে ফুস্ মন্তর দিই
এক মুঠো রোদ্দুরকে ফুস্ মন্তর দিই ৷

এক চিলতে আকাশ –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই –
এক দমকা বাতাস –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই –
এক মিঠেল রোদ্দুর –
আয় রে তোকে ফুস্ মন্তর দিই ।

এক শ্রাবণ হারিয়ে গেছে –
মনের কোনে হারিয়ে গেছে ।
মনের শ্রাবণ খুঁজতে গেলে –
আয়রে শ্রাবণ তোকেও আমি ফুস্ মন্তর দিই ।
বাদলা হয়ে ফিরিয়ে দাও –
বাইরে শ্রাবণ ফিরে আয় ।
তবু – মনের শ্রাবণ কোথায় পাই ॥

আয় রে শ্রাবণ আয় –
মিষ্টি একটা ফুস মন্তর দিই ॥

 

 

 


 

Subscribe to our Newsletter