কথা ছিল কাল সারারাত

অমিতাভ বাগ

January 15, 2013
Comments: 0

কথা ছিল কাল সারারাত
এক মাতাল করা ঝোড়ো জ্যোৎস্না
আমার কড়িকাঠ বেয়ে নেমে আসা
ঈষৎ পান্ডুর মেঘ ঝরা সন্ধ্যা
…….আর সেই কোন ছেলেবেলার ভেসে আসা
            কত শত মুখ দেউড়ির খিড়কি দিয়ে
অনেক মুখের থেকে মুখ ধার করে –
            ভোরের আলোয় লাল হয়ে যাবে ৷
                        অনেক মুখের থেকে মুখ
                        ঠিক মানুষের মুখের মত মুখ –

রাত্রির শরীরে মুখ লুকিয়ে অনেক কেঁদেছি আমি ৷৷

অনেক রাত অবধি শুধু শীতল হাওয়া
            শিরশিরে ঠান্ডা হাওয়া….
অনেক কেঁদেছি আমি
তারপর….
ঘুমিয়ে গেছি কখন ৷৷

অদ্ভুত সুন্দর এক ভোর, রমণীর মুখের মত
কখন সে ঠান্ডা বাতাস হয়ে গেছে বসন্ত….. ৷৷
তোমার লাল ফোঁটার মত ভোরে –
            আমি আজও খুঁজে ফিরি ……

অনেক মুখের থেকে মুখ
            ঠিক মানুষের মুখের মত মুখ ৷৷

In PDF View

Or

Katha Chhilo Kal Sararat

Subscribe to our Newsletter